হোম » ছবি » বিনোদন » যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা,সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
Bangla Editor
1/ 7
▪️পর্দায় মাধুরী, পর্দার বাইরে সরোজ খান! এই ছিল রসায়ন৷ তা সে ‘এক দো তিন’ হোক বা ‘ধক ধক’ বা ‘ডোলা রে’! কিন্তু বলিউডে মানেই লড়াই-ঝগড়া! তাই মাধুরী-সরোজের সেই জুটিতেও ফাটল ধরেছিল৷ প্রিয় গুরুজির সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী৷
2/ 7
▪️‘এক দো তিন’ থেকে একের পর এক মাধুরীর হিট গানের দোসর ছিলেন সরোজ৷ মাধুরী ভাল নাচতে পারেন৷ তাঁর মধ্যে সেই গুণের সদ্ব্যবহার করেছিলেন কোরিওগ্রাফার সরোজ৷Photo Collected
3/ 7
▪️মাধুরীর জন্য সরোজের সঙ্গে আবার মনমালিন্য হয়েছিল শ্রীদেবীর৷ তিনি মনে করেছিলেন যে তাঁর থেকে ভাল স্টেপ সরোজ মাধুরীর জন্য ব্যবহার করছেন৷ যদিও পরে সেই ভুল ধারণা কাটে এবং ফের দু’জনের কথা শুরু হয়৷Photo Collected
4/ 7
▪️কিন্তু সেই মাধুরীর সঙ্গে একসময় অনেকটা দূরত্ব তৈরি হয় সরোজের৷ ‘দেবদাস’-এ সরোজের করিওগ্রাফিতে নাচেন মাধুরী৷ তারপর বেশ কিছুদিন তিনি বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন৷
5/ 7
▪️ফের বলিউডে তিনি ফেরেন ‘আজা নাচ লে’ ছবি দিয়ে৷ তাতে সরোজের সঙ্গে নয়, জুটি বাঁধেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের সঙ্গে৷ এতেই খুব দুঃখ পেয়েছিলেন সরোজ৷
6/ 7
▪️দীর্ঘ ১৮ বছর একসঙ্গে আর কাজ করেননি সরোজ-মাধুরী৷ আবার তাঁদের দেখা হয় ‘কলঙ্ক’-এর সেটে৷ ‘তাবাহ হো গ্যায়ে’ গানে সরোজের করিওগ্রাফিতে পর্দায় নিজেকে মেলে ধরেন মাধুরী৷ ছবির প্রযোজক করণ জোহর ভীষণভাবে খেয়াল রেখেছিলেন যাতে মাধুরী-সরোজের মধ্যে কোনও সমস্যা না হয়!
7/ 7
▪️এটা ঠিক যে মাধুরী চিরকাল সরোজ খানকে শ্রদ্ধা করে এসেছেন৷ তাঁর জনপ্রিয়তার পিছনে যে সরোজের ভূমিকা রয়েছে, সেটাও স্বীকার করেছেন৷ তাই তো সরোজ খানের মৃত্যুতে তিনি লিখলেন যে 'আমি বিধ্বস্ত৷ চিরকাল তাঁর প্রতি আমি কৃতজ্ঞ থাকব'৷
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️পর্দায় মাধুরী, পর্দার বাইরে সরোজ খান! এই ছিল রসায়ন৷ তা সে ‘এক দো তিন’ হোক বা ‘ধক ধক’ বা ‘ডোলা রে’! কিন্তু বলিউডে মানেই লড়াই-ঝগড়া! তাই মাধুরী-সরোজের সেই জুটিতেও ফাটল ধরেছিল৷ প্রিয় গুরুজির সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী৷
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️‘এক দো তিন’ থেকে একের পর এক মাধুরীর হিট গানের দোসর ছিলেন সরোজ৷ মাধুরী ভাল নাচতে পারেন৷ তাঁর মধ্যে সেই গুণের সদ্ব্যবহার করেছিলেন কোরিওগ্রাফার সরোজ৷Photo Collected
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️মাধুরীর জন্য সরোজের সঙ্গে আবার মনমালিন্য হয়েছিল শ্রীদেবীর৷ তিনি মনে করেছিলেন যে তাঁর থেকে ভাল স্টেপ সরোজ মাধুরীর জন্য ব্যবহার করছেন৷ যদিও পরে সেই ভুল ধারণা কাটে এবং ফের দু’জনের কথা শুরু হয়৷Photo Collected
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️কিন্তু সেই মাধুরীর সঙ্গে একসময় অনেকটা দূরত্ব তৈরি হয় সরোজের৷ ‘দেবদাস’-এ সরোজের করিওগ্রাফিতে নাচেন মাধুরী৷ তারপর বেশ কিছুদিন তিনি বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন৷
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️ফের বলিউডে তিনি ফেরেন ‘আজা নাচ লে’ ছবি দিয়ে৷ তাতে সরোজের সঙ্গে নয়, জুটি বাঁধেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের সঙ্গে৷ এতেই খুব দুঃখ পেয়েছিলেন সরোজ৷
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️দীর্ঘ ১৮ বছর একসঙ্গে আর কাজ করেননি সরোজ-মাধুরী৷ আবার তাঁদের দেখা হয় ‘কলঙ্ক’-এর সেটে৷ ‘তাবাহ হো গ্যায়ে’ গানে সরোজের করিওগ্রাফিতে পর্দায় নিজেকে মেলে ধরেন মাধুরী৷ ছবির প্রযোজক করণ জোহর ভীষণভাবে খেয়াল রেখেছিলেন যাতে মাধুরী-সরোজের মধ্যে কোনও সমস্যা না হয়!
যে মানুষটির হাত ধরে এত জনপ্রিয়তা, সেই সরোজ খানের সঙ্গে ১৮ বছর কাজ করেননি মাধুরী!
▪️এটা ঠিক যে মাধুরী চিরকাল সরোজ খানকে শ্রদ্ধা করে এসেছেন৷ তাঁর জনপ্রিয়তার পিছনে যে সরোজের ভূমিকা রয়েছে, সেটাও স্বীকার করেছেন৷ তাই তো সরোজ খানের মৃত্যুতে তিনি লিখলেন যে 'আমি বিধ্বস্ত৷ চিরকাল তাঁর প্রতি আমি কৃতজ্ঞ থাকব'৷