▪ অবশেষে ঘর ভাঙল অপর্ণা কন্যা কঙ্গণার৷ রণবীর শোরের সঙ্গে ডিভোর্স ফাইল করলেন তিনি৷ ▪ বলিউডে পা রেখে রণবীরের প্রেমে পড়েন কঙ্গণা৷ বিয়ের সিদ্ধান্ত নেন তারা৷ ▪ ২০১০এ বিয়ে করেন তারা৷ জন্ম নেয় তাদের সন্তান হারুণ৷ ▪ কিন্তু বিয়ের ৫ বছর কাটতে না কাটতেই আলাদা থাকার ঘোষণা করেন এই তারকা দম্পতি৷ ▪ ২০০৫ থেকে চলছিল তাদরে সেপারেশন৷ শেষে ২০২০তে ডিভোর্সের মামলা দায়ের করেন তারা৷ আলাদাই হয়ে যাওয়ার পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেন কঙ্গণা ও রণবীর৷ ▪ শান্তিপূর্ণভাবে দু’জনের মতেই ঘর ভাঙার কথা জানিয়েছেন তারা৷ দু’জনেই নেবেন হারুণের দায়িত্ব৷ অর্থাৎ সন্তানকে কোনও ভাবে বঞ্চিত করবেন না তারা৷তাদের সন্তান হারুণের বয়স ৮৷ ▪ বিয়ে ভেঙেছে ঠিকই, কিন্তু বিয়ে নাম প্রতিষ্ঠান থেকে বিশ্বাস হারায়নি তাদের৷ সেকথা স্পষ্ট করেছেন কঙ্গণা ও রণবীর৷ ▪ মেয়ের এই ঘরভাঙা নিয়ে কোনও মতামত পাওয়া যায়নি কঙ্গণার মা অর্পণা সেনের৷