দর্শকদের সামনে এই সুযোগ এসেছিল যে লেটেস্ট এপিসোডেই (The latets episode of Kaun Banega Crorepati season 13) দেখতে পাওয়া গিয়েছে এক প্রতিযোগী সম্বন্ধ করে বিয়ের কথা বলতে বলতে প্রেমের বিয়ে নিয়ে জয়া বচ্চন প্রসঙ্গে অমিতাভ বচ্চনকে জিজ্ঞাসা করছেন ৷ প্রায় ৪৮ বছর আগে প্রেম করে অমিতাভ বচ্চন জয়া বচ্চন (Jaya Bachchan) বিয়ে করেছেন ৷ ফাইল ছবি ৷
সেই প্রশ্নের উত্তরে শিবশঙ্কর কীভাবে বিয়ে হয়েছে, আয়োজন সম্পর্কে নানান বিষয়ে কথা বলেছেন ৷ অমিতাভ বচ্চন সম্বন্ধ করে বিয়ে ও প্রেমের বিয়ে নিয়ে নানান কথা বলেছেন ৷ শিবশঙ্কর জানিয়েছেন সম্বন্ধ করে বিয়েতে কনে এক মাথা ঘোমটা দিয়ে থাকেন, জুটির দু'জনেই একে অপরের সঙ্গে কোনও বিষয়েই কথাবার্তা না হয়েই বিয়ে হয়েছে ৷ ফাইল ছবি ৷
জঞ্জির সফল হলে বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে লন্ডন যাবেন ৷ বাবা জিজ্ঞাসা করছেন কার সঙ্গে যাবেন ৷ যখন তিনি জানিয়েছেন কার সঙ্গে যাচ্ছিলেন তিনি ৷ যখন অমিতাভ জানিয়েছিলেন যার লন্ডন যাবেন তাঁর বাবা বলেছিলেন বিয়ে করেই যাও নয়তো যেতে হবেনা ৷ তাই অমিতাভ বচ্চন বাবার কথা ফেলতে পারেননি বিয়েই সেরে ফেলেন ৷ ফাইল ছবি ৷