

*৫১ বছর বয়সেও তিনি সমানভাবে সাবলীল ও উষ্ণতা ছড়াতে সক্ষম! দেখে কে বলবে যে সুন্দরীর বয়স বেড়েছে! তাঁর রূপ ও লাবণ্যের যৌবনেই রয়েছেন তিনি৷ যে কোনও কম বয়সী অভিনেত্রী বা তাঁর জুনিয়ারকে বলে বলে টেক্কা দিতে পারেন ৫১-র জেলো! Photo Courtesy-Instagram


* জেনিফার লোপেজ৷ মডেল, অভিনেত্রী, গায়িকা৷ বহুমুখী প্রতিভার আধার তিনি৷ রয়েছে ২ সন্তান৷ তারপরও নিজের বয়স ধরে রেখেছেন এভাবে৷ তাতেই মুগ্ধ তাঁর ভক্তকূল৷ Photo Courtesy-Instagram


* সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামে তিনি ভীষণ সক্রিয়৷ ঘন ঘন ছবি পোস্ট করেন অ্যানাকন্ডা ছবির অভিনেত্রী৷ আর তাতেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়৷ Photo Courtesy-Instagram


* হলিউডের বিখ্যাত তারকাদের মধ্যে তিনি অন্যতম এবং সবার কাছেই তিনি পরিচিত৷ তাঁর গান মুগ্ধ করেছে বিশ্ববাসীকে৷ একই রকমভাবে তাঁর শরীরী অ্যাপিলও যেন চিরকালীন...পেয়েছেন সকলের কাছে গ্রহণযোগ্যতা৷ Photo Courtesy-Instagram


* গায়ের তামাটে রং ও গ্লাস আউয়ার ফিগারের জন্য সকলের কাছে পরিচিত তিনি৷ এবং সেই ফিগার তিনি আজও একই রকমভাবে ধরে রেখেছেন৷ এই বিষয়টিই যেন আরও অবাক করেছে সকলকে এবং কী করে এভাবে নিজের চেহারা বজায় রেখে জেলো, সেই রহস্য জানতেই সকলে ব্যস্ত৷ Photo Courtesy-Instagram


* নিজের কতটা কদর রয়েছে সকলের কাছে, তা ভালভাবেই বোঝেন সুন্দরী৷ তাই তো নিজে নিয়মিত ছবি পোস্ট করতে থাকেন৷ এখন তিনি মজেছেন হলিডে ভাইবস নিয়ে৷ অর্থাৎ ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করছেন জেনিফার৷ যার মধ্যে অধিকাংশই সমুদ্রে বেড়াতে যাওয়ার ছবি৷ Photo Courtesy-Instagram