মা হচ্ছেন Deepika Padukone? ঢলঢলে সোয়েটারে লুকোচ্ছেন Baby Bump! ঘরে বাইরে তুমুল চর্চা

Last Updated:
তবে কি ফের বলিউডে জন্ম নেবে সেলিব্রিটি চাইল্ড?
1/8
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) বহুদিন পরে শুক্রবার সন্ধেবেলা মুম্বইয়ে দেখতে পাওয়া গিয়েছে প্রযোজক-পরিচালক সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) অফিসের বাইরে ৷ দীপিকার পরণে কমলা রঙের ঢলঢলে পোশাকের সঙ্গে ডেনিম ছিল এই নিয়েই জল্পনা পৌঁছেছে চরমে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) বহুদিন পরে শুক্রবার সন্ধেবেলা মুম্বইয়ে দেখতে পাওয়া গিয়েছে প্রযোজক-পরিচালক সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) অফিসের বাইরে ৷ দীপিকার পরণে কমলা রঙের ঢলঢলে পোশাকের সঙ্গে ডেনিম ছিল এই নিয়েই জল্পনা পৌঁছেছে চরমে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
2/8
করোনার দ্বিতীয়-তৃতীয় ঢেউয়ের (Coronavirus Second Wave, Coronavirus Third Wave) দাপটে সবাই যখন নাজেহাল ঠিক তখনই তখন দীপিকাও সতর্কতা স্বরূপ পড়েছেন মাস্ক ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
করোনার দ্বিতীয়-তৃতীয় ঢেউয়ের (Coronavirus Second Wave, Coronavirus Third Wave) দাপটে সবাই যখন নাজেহাল ঠিক তখনই তখন দীপিকাও সতর্কতা স্বরূপ পড়েছেন মাস্ক ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
3/8
ভক্তরা দীপিকার পোশাকের প্রশংসা করেছেন কিন্তু ঢলঢলে পোশাকের রহস্য হিসাবে ভাবতে শুরু করেছেন তাহলে কি এবার দীপিকা মা হতে চলেছেন? (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
ভক্তরা দীপিকার পোশাকের প্রশংসা করেছেন কিন্তু ঢলঢলে পোশাকের রহস্য হিসাবে ভাবতে শুরু করেছেন তাহলে কি এবার দীপিকা মা হতে চলেছেন? (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
4/8
ঢলঢলে সোয়েটার পরেছেন দীপিকা তাতেই গুজব ছড়িয়েছে যে তিনি মা হতে চলেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
ঢলঢলে সোয়েটার পরেছেন দীপিকা তাতেই গুজব ছড়িয়েছে যে তিনি মা হতে চলেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
5/8
বেশ কিছু ইউজার ঢলঢলে পোশাক পরেছেন দীপিকা এই নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
বেশ কিছু ইউজার ঢলঢলে পোশাক পরেছেন দীপিকা এই নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেছেন ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
6/8
এক ইউজার তো জিজ্ঞাসা করেছেন বেবিবাম্প লুকানোর জন্য কি ঢলঢলে পোশাকের আশ্রয় ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
এক ইউজার তো জিজ্ঞাসা করেছেন বেবিবাম্প লুকানোর জন্য কি ঢলঢলে পোশাকের আশ্রয় ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
7/8
আসলে এর আগে দীপিকা একটি কাঁচা আমের ভিডিও শেয়ার করেছিলেন ৷ তখন একজন কমেন্ট করেছিলেন সন্তান সম্ভবা হলেই মেয়েদের একটু আধটু টক খেতে ইচ্ছে করে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
আসলে এর আগে দীপিকা একটি কাঁচা আমের ভিডিও শেয়ার করেছিলেন ৷ তখন একজন কমেন্ট করেছিলেন সন্তান সম্ভবা হলেই মেয়েদের একটু আধটু টক খেতে ইচ্ছে করে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
8/8
হৃতিক রোশনের সঙ্গে দীপিকার পরবর্তী ছবি ফাইটারের ঘোষণা করা হয়েছে ৷ এছাড়াও ৮৩ ও হলিউড ছবি দ্য ইন্টার্নের রিমেকেও দেখতে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
হৃতিক রোশনের সঙ্গে দীপিকার পরবর্তী ছবি ফাইটারের ঘোষণা করা হয়েছে ৷ এছাড়াও ৮৩ ও হলিউড ছবি দ্য ইন্টার্নের রিমেকেও দেখতে পাওয়া যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ (ছবি সৌজন্যে Viral Bhayani) ৷
advertisement
advertisement
advertisement