Ind vs Aus: অস্ট্রেলিয়ায় ‘গরু’ খাচ্ছেন রোহিত, গিল, পন্থরা! বিতর্কের ঝড়ে উত্তাল সোশ্যাল মিডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হিন্দু ব্রাহ্মণ সন্তানের গো মাংস ভক্ষণ! কী বলছে নেটদুনিয়া..
অস্ট্রেলিয়া সফররত টিম ইন্ডিয়াকে (Team India) নিয়ে একের পর এক বিতর্ক চলছেই৷ দিন কয়েক আগে রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (SubhmanGill), ঋষভ পন্থ (Rishabh Pant),নভদীপ সাইনি( Navdeep Saini) রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন৷ যা নিয়ে তাঁদের বিরুদ্ধে বায়ো বাবল ভাঙার মারাত্মক অভিযোগ উঠেছিল৷ এবার আবার সেই রেস্টুরেন্টেই কী খাবার অর্ডার করেছিলেন তা জানতে পেরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ খুব খারাপ ভাবে ট্রোল হচ্ছেন এই ভারতীয় ক্রিকেটাররা৷ Photo Courtesy- Twitter Grab
advertisement
একজন ভারতীয় ফ্যান এদিন ভারতীয় ক্রিকেটারদের বিল পে করতে দেননি৷ তিনি নিজেই সেই বিল দিয়ে দিয়েছিলেন৷ এরপর সেই বিলের একাধিক ছবি তিনি খুব গর্বিত ভাবে শেয়ার করে দেন সোশ্যাল মিডিয়ায়৷ এই বিলে দেখা যাচ্ছে বিফ -পর্ক সবকিছুই অর্ডার করেছিলেন ক্রিকেটাররা৷ তবে সোশ্যাল মিডিয়ায় এই বিলের সত্যতার কোনও দায় নিউজ ১৮ বাংলার ৷ কারণ তা কোথাও পাওয়া যায়নি৷
advertisement
advertisement
advertisement
চোট সারিয়ে অস্ট্রেলিয়া পৌঁছনোর পরেও আইসোলেশনে ছিলেন রোহিত শর্মা৷ দিন কয়েক আগেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি ৷ এরপর আবার এই বিফ (Beef) বিতর্ক৷ যাতে কার্যত দু দলে ভাগ হয়ে গেছেন নেটিজেনরা ৷ আসলে হিন্দু ধর্মের রীতি অনুযায়ি গো মাংস ভক্ষণ নিষিদ্ধ বা পাপ৷ সেখানে কী করে শর্মা পরিবারের ছেলে হয়ে রোহিত সেটা খেলেন তা নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক৷