মাত্র ৩৮- এ মৃত্যু বিখ্যাত গায়ক জাস্টিনের, মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
প্রভূত গুণী কিন্তু মাদক ও মদের আসক্তি ছিল চরম!
advertisement
জাস্টিনের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর পরিবার ৷ জাস্টিনের সোশ্যাল হ্যান্ডেল পেজেই এই খবর জানিয়েছেন তাঁরা৷ সোশ্যাল মিডিয়ায় পরিবার জানিয়ছেন - ‘আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলে, স্বামী, বাবা আর বন্ধু জাস্টিনের মৃত্যু হয়েছে৷ আপনারা বহু বছর ধরে ওঁর সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন৷ আগামী দিনে ওঁর সঙ্গীতকে আরও এগিয়ে নিয়ে যাবেন৷ প্রিয় জাস্টিন তোমার কথা সবসময়েই মনে পড়বে৷ ’ Photo Courtesy- @justintownesearle/facebook
advertisement
advertisement
১৯৮২ -র ৪ জানুয়ারি নৈশবিলে জন্মেছিলেন এই গায়ক৷ স্থানীয় একটি ব্যান্ড থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি৷ নিজের কেরিয়ারে তিনি আটটি অ্যালবাম বানিয়েছিলেন৷ সংবাদমাধ্যমের খবর অনুসারে জাস্টিন টাউন্স আর্ল সারা জীবন মাদকাসক্ত ছিলেন৷ পাশাপাশি মদেরও নেশাও ছিল প্রচুর৷ এই কারণে তাঁর বাবা স্টিভ আর্ল তাঁকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন৷ Photo Courtesy- @justintownesearle/facebook
advertisement
