HBD Saroj Khan|নাচতে পারছিলেন না করিনা, সহ্য করতে হয়েছিলেন সরোজ খানের অপমান! তারপর...

Last Updated:
তিনি বলেন যে, সরোজ খানের বকুনি এড়ানোর জন্য তিনি বাথরুমে অনুশীলন করতেন।
1/7
•বলিউড কোরিওগ্রাফার সরোজ খান এমন একটি নাম যার কোনও আলাদা করে পরিচয় প্রয়োজন নেই। তাঁর নির্দেশনয়া নেচেছেন বলিউড সব নামী নায়িকা৷ এবং নাচের মাধ্যমে তাঁদের জনপ্রিয়তা আরও বেড়েছে৷ মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, ঐশ্বর্য রাই বচ্চন, কারিনা কাপুর খান এর মতো অনেক বড় অভিনেত্রী তাঁকে নাচের গুরু হিসাবে মেনে নিয়েছিলেন।
•বলিউড কোরিওগ্রাফার সরোজ খান এমন একটি নাম যার কোনও আলাদা করে পরিচয় প্রয়োজন নেই। তাঁর নির্দেশনয়া নেচেছেন বলিউড সব নামী নায়িকা৷ এবং নাচের মাধ্যমে তাঁদের জনপ্রিয়তা আরও বেড়েছে৷ মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, ঐশ্বর্য রাই বচ্চন, কারিনা কাপুর খান এর মতো অনেক বড় অভিনেত্রী তাঁকে নাচের গুরু হিসাবে মেনে নিয়েছিলেন।
advertisement
2/7
•২হাজারেরও বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফ করেছেন সরোজ খান। আজ সরোজ খানের জন্মদিন৷ বেঁচে থাকলে সরোজজি ৭২ বছরে পা রাখতেন। এবছরই ডান্স মাস্টারকে হারিয়েছি আমরা৷ প্রায় তিন দশক আগে মুক্তি পেয়েছিল 'তেজাব' ছবির 'এক দো তিন' গানটি৷ সেই সময় থেকেই বলিউডে এক অধ্যায়ের শুরু করে সরোজ, যার প্রভাব এখনও চলছে৷ তাঁর পথ অনুসরণ করে উঠে এসেছেন বহু কোরিওগ্রাফার৷
•২হাজারেরও বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফ করেছেন সরোজ খান। আজ সরোজ খানের জন্মদিন৷ বেঁচে থাকলে সরোজজি ৭২ বছরে পা রাখতেন। এবছরই ডান্স মাস্টারকে হারিয়েছি আমরা৷ প্রায় তিন দশক আগে মুক্তি পেয়েছিল 'তেজাব' ছবির 'এক দো তিন' গানটি৷ সেই সময় থেকেই বলিউডে এক অধ্যায়ের শুরু করে সরোজ, যার প্রভাব এখনও চলছে৷ তাঁর পথ অনুসরণ করে উঠে এসেছেন বহু কোরিওগ্রাফার৷
advertisement
3/7
•সরোজ খান অত্যন্ত কঠোর কোরিওগ্রাফার হিসাবে চিহ্নিত। যদি তাঁর কোরিওগ্রাফি সঠিকভাবে কেউ করতে না পারতেন, তাহলে অভিনেত্রীদের সবার সামনে তিরস্কার করতেন সরোজ। কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন তিনি যে, কারোর ভুল মেনে নিতে পারতেন না মাস্টারজি৷ একবার তেমনই ঘটনা ঘটেছিল কারিনা কাপুর খানের সঙ্গে৷
•সরোজ খান অত্যন্ত কঠোর কোরিওগ্রাফার হিসাবে চিহ্নিত। যদি তাঁর কোরিওগ্রাফি সঠিকভাবে কেউ করতে না পারতেন, তাহলে অভিনেত্রীদের সবার সামনে তিরস্কার করতেন সরোজ। কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন তিনি যে, কারোর ভুল মেনে নিতে পারতেন না মাস্টারজি৷ একবার তেমনই ঘটনা ঘটেছিল কারিনা কাপুর খানের সঙ্গে৷
advertisement
4/7
•সরোজ খান অত্যন্ত কঠোর কোরিওগ্রাফার হিসাবে চিহ্নিত। যদি তাঁর কোরিওগ্রাফি সঠিকভাবে কেউ করতে না পারতেন, তাহলে অভিনেত্রীদের সবার সামনে তিরস্কার করতেন সরোজ। কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন তিনি যে, কারোর ভুল মেনে নিতে পারতেন না মাস্টারজি৷ একবার তেমনই ঘটনা ঘটেছিল কারিনা কাপুর খানের সঙ্গে৷
•সরোজ খান অত্যন্ত কঠোর কোরিওগ্রাফার হিসাবে চিহ্নিত। যদি তাঁর কোরিওগ্রাফি সঠিকভাবে কেউ করতে না পারতেন, তাহলে অভিনেত্রীদের সবার সামনে তিরস্কার করতেন সরোজ। কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান ছিলেন তিনি যে, কারোর ভুল মেনে নিতে পারতেন না মাস্টারজি৷ একবার তেমনই ঘটনা ঘটেছিল কারিনা কাপুর খানের সঙ্গে৷
advertisement
5/7
•ক্যারিয়ারের শুরুর দিকে করিনাকে শুনতে হয়েছিল সরোজ খানের বকুনি, কারণ তিনি ঠিক করে নাচতে পারছিলেন না৷ কারিনা নিজেই সেই গল্পটি শুনিয়েছিলেন। তিনি বলেন যে, সরোজ খানের ধিক্কার এড়ানোর জন্য তিনি বাথরুমে অনুশীলন করতেন। রিফিউজি ছবির সময় এই ঘটনা ঘটে৷ কারিনা জানান যে সরোজ খান আমাকে বলতেন, এই মেয়ে, সে কোমর নাড়াও ... রাত একটা বেজে গিয়েছে, তুমি কী করছ? সরোজ খান করিনাকে বলেছিলেন যে যদি নাচের সময় হাত-পা নাড়তে না পার তবে মুখের অভিব্যক্তির মাধ্যমে নাচতে হবে।
•ক্যারিয়ারের শুরুর দিকে করিনাকে শুনতে হয়েছিল সরোজ খানের বকুনি, কারণ তিনি ঠিক করে নাচতে পারছিলেন না৷ কারিনা নিজেই সেই গল্পটি শুনিয়েছিলেন। তিনি বলেন যে, সরোজ খানের ধিক্কার এড়ানোর জন্য তিনি বাথরুমে অনুশীলন করতেন। রিফিউজি ছবির সময় এই ঘটনা ঘটে৷ কারিনা জানান যে সরোজ খান আমাকে বলতেন, এই মেয়ে, সে কোমর নাড়াও ... রাত একটা বেজে গিয়েছে, তুমি কী করছ? সরোজ খান করিনাকে বলেছিলেন যে যদি নাচের সময় হাত-পা নাড়তে না পার তবে মুখের অভিব্যক্তির মাধ্যমে নাচতে হবে।
advertisement
6/7
•১৯৪৮ সালের ২২ নভেম্বর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, নির্মলা নাগপাল, যাঁকে সকলে সরোজ খান নামে চেনেন৷ ১৯৫০ থেকে তিনি নাচের জগতে পা দেন৷ তিনি ৪০ বছরেরও বেশি ক্যারিয়ারে ২হাজারের বেশি গান কোরিওগ্রাফ করেছেন। দেবদাসের 'ডোলা রে ডোলা', এবং  'জব উই মেট' সিনেমার 'ইয়ে ইশক হে' ছবির সমস্ত গানের জন্য সরোজ জাতীয় পুরস্কার পেয়েছেন।
•১৯৪৮ সালের ২২ নভেম্বর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, নির্মলা নাগপাল, যাঁকে সকলে সরোজ খান নামে চেনেন৷ ১৯৫০ থেকে তিনি নাচের জগতে পা দেন৷ তিনি ৪০ বছরেরও বেশি ক্যারিয়ারে ২হাজারের বেশি গান কোরিওগ্রাফ করেছেন। দেবদাসের 'ডোলা রে ডোলা', এবং 'জব উই মেট' সিনেমার 'ইয়ে ইশক হে' ছবির সমস্ত গানের জন্য সরোজ জাতীয় পুরস্কার পেয়েছেন।
advertisement
7/7
•'গুরু', 'দেবদাস', 'হাম দিল দে চুক সানাম', 'খলনায়ক', 'পুত্র', 'সায়লাব', 'চালবাজ' এবং 'তেজাব' ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। শুধু এটিই নয়, ২০০২ সালে তিনি লাগান চলচ্চিত্রের জন্য ফিচার ফিল্মে আউটস্যান্ডিং অ্যাচিভমেন্টের জন্য আমেরিকান কোরিওগ্রাফি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।
•'গুরু', 'দেবদাস', 'হাম দিল দে চুক সানাম', 'খলনায়ক', 'পুত্র', 'সায়লাব', 'চালবাজ' এবং 'তেজাব' ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। শুধু এটিই নয়, ২০০২ সালে তিনি লাগান চলচ্চিত্রের জন্য ফিচার ফিল্মে আউটস্যান্ডিং অ্যাচিভমেন্টের জন্য আমেরিকান কোরিওগ্রাফি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।
advertisement
advertisement
advertisement