‘‘বাড়িতে বউ ছিল, আমায় নিয়ে গেল ফাঁকা ফ্ল্যাটে’’, যৌন হেনস্তার বিরুদ্ধে FIR দায়ের করলেন বলি অভিনেত্রী

Last Updated:
1/8
#MeToo সারা ভারতেই এখন এই মুভমেন্ট হচ্ছে ৷ বিশেষত তোলপাড় হয়ে যাচ্ছে বলিউড ৷ এবার একেবারে FIR দায়ের হয়ে গেল ৷ File Photo
#MeToo সারা ভারতেই এখন এই মুভমেন্ট হচ্ছে ৷ বিশেষত তোলপাড় হয়ে যাচ্ছে বলিউড ৷ এবার একেবারে FIR দায়ের হয়ে গেল ৷ File Photo
advertisement
2/8
অভিনেত্রী কৃতিকা  কামরা জানিয়েছেন কীভাবে তিনি যৌন লালসার শিকার হয়েছিলেন ৷ File Photo
অভিনেত্রী কৃতিকা কামরা জানিয়েছেন কীভাবে তিনি যৌন লালসার শিকার হয়েছিলেন ৷ File Photo
advertisement
3/8
কৃতিকা অবশ্য আজকের ঘটনা তুলে আনেননি ৷ তিনি ছ বছরের আগের ঘটনা তুলে এনেছেন ৷ File Photo
কৃতিকা অবশ্য আজকের ঘটনা তুলে আনেননি ৷ তিনি ছ বছরের আগের ঘটনা তুলে এনেছেন ৷ File Photo
advertisement
4/8
তাঁর অভিযোগ ভিকি সিদানার বিরুদ্ধে ৷ ভিকি কাস্টিং ডিরেক্টর ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারসোভা পুলিশ স্টেশনে ৷ তাঁর বিরুদ্ধে  IPC-র ৩৫৪, ৫০৯, ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ File Photo
তাঁর অভিযোগ ভিকি সিদানার বিরুদ্ধে ৷ ভিকি কাস্টিং ডিরেক্টর ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারসোভা পুলিশ স্টেশনে ৷ তাঁর বিরুদ্ধে IPC-র ৩৫৪, ৫০৯, ৪০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ File Photo
advertisement
5/8
একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দেওয়ার সময়ে কৃতিকা জানিয়েছিলেন যখন মুম্বইতে এসেছিলেন তিনি তখন তিনি ভিকি সিদানার বাড়িতে থাকতেন ৷ File Photo
একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দেওয়ার সময়ে কৃতিকা জানিয়েছিলেন যখন মুম্বইতে এসেছিলেন তিনি তখন তিনি ভিকি সিদানার বাড়িতে থাকতেন ৷ File Photo
advertisement
6/8
ভিকি যেহেতু বিবাহিত এবং তাঁর স্ত্রীও তাঁর সঙ্গে থাকেন তাই এভাবে থাকতে অসুবিধা হবে মনে করেননি কৃতিকা ৷ আসলে আর্থিক অবস্থা ভালো ছিল না বলেই তিনি এরকম পথ বেছেছিলেন ৷ File Photo
ভিকি যেহেতু বিবাহিত এবং তাঁর স্ত্রীও তাঁর সঙ্গে থাকেন তাই এভাবে থাকতে অসুবিধা হবে মনে করেননি কৃতিকা ৷ আসলে আর্থিক অবস্থা ভালো ছিল না বলেই তিনি এরকম পথ বেছেছিলেন ৷ File Photo
advertisement
7/8
কিন্তু একদিন ভিকি তাঁকে একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন ৷  File Photo
কিন্তু একদিন ভিকি তাঁকে একটি ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন ৷ File Photo
advertisement
8/8
যদিও কৃতিকার আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভিকি ৷ এবং গোটা ঘটনায় আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন ওই কাস্টিং ডিরেক্টর ৷ File Photo
যদিও কৃতিকার আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভিকি ৷ এবং গোটা ঘটনায় আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানিয়েছেন ওই কাস্টিং ডিরেক্টর ৷ File Photo
advertisement
advertisement
advertisement