

• বলা চলে, এ যাবৎকালের বলিউড সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ এই মুহূর্তে #MeeToo ঝড়ে ওলোট-পালট হয়ে যাচ্ছে সাজানো সংসারটা ৷ কদর্য মুখগুলো বেরিয়ে পড়ছে একে একে ৷ পরিচালক থেকে গায়ক, নায়ক থেকে প্রযোজক বাদ যাচ্ছেন না কেউ ৷


• কিন্তু এই অন্ধকার আবহেও বাজারে রয়েছে দু-দু’টো মন ভাল করা খবর ৷ একই মাসে বিয়ে করছেন ‘বাজিরাও মস্তানি’র দুই নায়িকা, দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া ৷


• দীপিকা-রণবীরের বিয়ের আসর বসছে ইতালির লেক কোমো হ্রদের ধারে ৷ আর মার্কিন বয়ফ্রেন্ড নিক জোনসের সঙ্গে প্রিয়াঙ্কা বিয়ে সারবেন জয়পুরের উমেদ ভবন প্যালেসে ৷


• দীপবীরের বিয়ে ১৪ আর ১৫ নভেম্বর ৷ অন্যদিকে নিয়াঙ্কার বিয়ে ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২ ডিসেম্বর পর্যন্ত ৷


• রীতিমতো নিমন্ত্রণমন্ত্র পোস্ট করে নিজেদের বিয়ের তারিখ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রণবীর-দীপিকা ৷ ইংরাজি ও হিন্দি, দু’টি ভাষাতেই ছাপা হয়েছে বিয়ের কার্ড ৷ বেজ কালারের উপর সোনার রঙে লেখা কার্ডটি সকলেরই নজর কেড়েছে ৷


• তবে এই নিমন্ত্রণবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনাও কম হয়নি ৷ ইনস্টাগ্রামে বিয়ের কার্ড শেয়ার করার পর, হঠাৎই নজরে আসে বিয়ের কার্ডে বিস্তর ভুলভ্রান্তি ৷ ভ্রান্তি বেশিমাত্রায় চোখে পড়েছে হিন্দি আমন্ত্রণপত্রেই ৷ তবে সে ভুল চোখ এড়িয়ে গেলেও, ইংরেজি ও হিন্দি দু’টি পত্রেই চমকে দিয়েছে বিয়ের তারিখ ৷ যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘আমাদের বিয়ের তারিখ ১৪ নভেম্বর ও ১৫ নভেম্বর!’ বিয়ের দু’টি তারি নিয়ে এরপরেই শুরু হয়ে যায় খিল্লি ৷ নেটিজেনরা বলছেন, ‘দীপিকা ও রণবীর এতটাই বড় সেলেব যে, তাঁদের বিয়ে চলবে ২ দিন ধরেই !’


• যদিও এই বিতর্কে মুখ খোলেননি নায়ক-নায়িকা ৷ তবে জানা যাচ্ছে, এই বিয়ের তারিখ বেছে নেওয়ার পিছনে নাকি একটি কারণ আছে ৷ ২০১৩ সালের ১৫ নভেম্বর দিনটি এই লভবার্ডের কাছে বেশ গুরুত্বপূর্ণ ৷


• কারণ ওই দিনই মুক্তি পেয়েছিল ‘গলিয়োঁ কি রাসলীলা, রামলীলা’ ৷ রণবীর-দীপিকা জুটির প্রথম ছবি ৷ আর সঞ্জয় লীলা বনশালীর এই ছবি থেকেই প্রেমের পথে একটু একটু করে এগিয়ে গিয়েছিলেন দু’জনে ৷ তাঁদের পর্দার প্রেম যেমন মনে ধরেছিল সকলের, তেমনই বাস্তবের মাটিতে সফলতা পেয়েছে সেই সম্পর্ক ৷