RIP Dilip Kumar: নিঃসন্তান দিলীপ-সায়রা বানুর জীবনে শাহরুখ ছিলেন সন্তানের মতো
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শাহরুখ খানকে (Shahrukh Khan) মুহ বোলা বেটা বলতেন দিলীপ কুমার-সায়রা বানু (Dilip Kumar -Siara Banu) ৷
advertisement
*দীর্ঘ পাঁচ দশকের অভিনয় জীবন ছিল দিলীপ কুমারের৷ কেরিয়ারের একাধিক ছবিতে এই মেথড এবং জনপ্রিয়তার রেকর্ড গড়েছেন দিলীপ কুমার। এই সব উচ্চবিত্ত চরিত্রে অভিনয়ের মাইলফলক গড়লেও এই দিলীপ কুমারই অনায়াসে হয়ে উঠেছেন ছবিতে খেটে খাওয়া জনতার প্রতিনিধি। ১৯৯১ সালে পদ্মভূষণ (Padma Bhushan), ২০১৫ সালে পদ্মবিভূষণ (Padma Vibhushan) সম্মানিত তিনি৷ ৯৮ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সকলের প্রিয় দিলীপ সাব৷
advertisement
advertisement
*কিছু বছর আগে দিপীল কুমার অসুস্থ হয়ে পড়েন৷ বয়স জনিত কারণেই এই অসুস্থতায় পড়েন তিনি৷ তখন তাঁর সঙ্গে দেখা করতে যান শাহরুখ৷ সেখানে গিয়ে দিলীপ কুমার ও সায়রা বানু, দু’জনের সঙ্গেই দেখা হয় শাহরুখের৷ ট্যুইটে সায়রা বানু জানান যে তাদের মুহ বোলা বেটা শাহরুখ এসেছিলেন দেখা করতে৷ সেই সন্ধের কিছু ছবিও পোস্ট করা হয়৷
advertisement
advertisement