তা হলে কি সত্যিই রণবীর কাপুরের নামের ট্যাটু মুছে ফেলেছেন দীপিকা?

Last Updated:
1/5
• কোথায় গেল জনপ্রিয় সেই ট্যাটু ? যে ট্যাটু নিয়ে এতদিন বহু আলোচনা-পর্যালোচনা হয়েছে ৷ এই তো সে দিনও সেই ট্যাটু জ্বলজ্বল করত দীপিকার ঘাড়ে ৷ বিয়ে সেরে ফিরতেই হঠাৎ তা ভ্যানিস!
• কোথায় গেল জনপ্রিয় সেই ট্যাটু ? যে ট্যাটু নিয়ে এতদিন বহু আলোচনা-পর্যালোচনা হয়েছে ৷ এই তো সে দিনও সেই ট্যাটু জ্বলজ্বল করত দীপিকার ঘাড়ে ৷ বিয়ে সেরে ফিরতেই হঠাৎ তা ভ্যানিস!
advertisement
2/5
• ‘ইয়ে জওানি হ্যায় দিওয়ানি’র পর তখন রণবীর-দীপিকার প্রেম জমে উঠেছে ৷ বয়ফ্রেন্ডের নামের আদ্যক্ষর দিয়ে ঘাড়ে ট্যাটু করিয়েছিলেন দীপস ৷
• ‘ইয়ে জওানি হ্যায় দিওয়ানি’র পর তখন রণবীর-দীপিকার প্রেম জমে উঠেছে ৷ বয়ফ্রেন্ডের নামের আদ্যক্ষর দিয়ে ঘাড়ে ট্যাটু করিয়েছিলেন দীপস ৷
advertisement
3/5
• তারপর জল অনেক দূর গড়িয়েছে ৷ সেই প্রেম ভেঙে নতুন মানুষ এসেছেন দীপিকার জীবনে ৷ তিনিও রণবীর, তবে কাপুর নন ৷ রণবীর সিংয়ের সঙ্গে যখন প্রেম পূর্ণতা পাচ্ছে, তখনও ‘RK’ লেখা ট্যাটুটি কিন্তু সরিয়ে ফেলেননি দীপিকা ৷ বরং দিব্যি ফ্লন্ট করতেন সেটি ৷
• তারপর জল অনেক দূর গড়িয়েছে ৷ সেই প্রেম ভেঙে নতুন মানুষ এসেছেন দীপিকার জীবনে ৷ তিনিও রণবীর, তবে কাপুর নন ৷ রণবীর সিংয়ের সঙ্গে যখন প্রেম পূর্ণতা পাচ্ছে, তখনও ‘RK’ লেখা ট্যাটুটি কিন্তু সরিয়ে ফেলেননি দীপিকা ৷ বরং দিব্যি ফ্লন্ট করতেন সেটি ৷
advertisement
4/5
• রণবীর সিংয়ের সঙ্গে ইতালিতে রূপকথার বিয়ে সেরে দেশে ফেরার পরেই কিন্তু সকলের চোখ যায় দীপিকার ঘাড়ে ৷ কই সেখানে তো কোনও ট্যাটু নেই ৷ তার মানে নতুন জীবন শুরুর আগে, পুরনো সম্পর্কের শেষ সুতোটুকুও ছিঁড়ে দিলেন দীপিকা ৷
• রণবীর সিংয়ের সঙ্গে ইতালিতে রূপকথার বিয়ে সেরে দেশে ফেরার পরেই কিন্তু সকলের চোখ যায় দীপিকার ঘাড়ে ৷ কই সেখানে তো কোনও ট্যাটু নেই ৷ তার মানে নতুন জীবন শুরুর আগে, পুরনো সম্পর্কের শেষ সুতোটুকুও ছিঁড়ে দিলেন দীপিকা ৷
advertisement
5/5
• এর আগে অবশ্য উল্টো কথাই বলেছিলেন নায়িকা ৷ ২০১০ সালে ‘কফি উইথ করণ’-এর হট সিটে বসে তাঁকে এই ট্যাটুর বিষয়ে প্রশ্ন করা হলে দীপিকা সাফ জানিয়ে দেন, ওই ট্যাটু তিনি মুছে ফেলেননি, এমনকি ভবিষ্যতেও এরকম কোনও পরিকল্পনা নেই তাঁর ৷ সে সময় দীপিকা বলেছিলেন, ‘‘এর জন্য আমি অনুশোচনা করি না ৷’’
• এর আগে অবশ্য উল্টো কথাই বলেছিলেন নায়িকা ৷ ২০১০ সালে ‘কফি উইথ করণ’-এর হট সিটে বসে তাঁকে এই ট্যাটুর বিষয়ে প্রশ্ন করা হলে দীপিকা সাফ জানিয়ে দেন, ওই ট্যাটু তিনি মুছে ফেলেননি, এমনকি ভবিষ্যতেও এরকম কোনও পরিকল্পনা নেই তাঁর ৷ সে সময় দীপিকা বলেছিলেন, ‘‘এর জন্য আমি অনুশোচনা করি না ৷’’
advertisement
advertisement
advertisement