নায়িকাদেরও হিল পরে নাচতে কষ্ট হয় প্রমাণ করলেন দীপিকা ! দেখুন ছবি

Last Updated:
1/5
দীপিকা পাডুকোনের রিসেপশেনর সাজ দেখেছিলেন তো ? লাল পরীর মতো সেজেছিলেন তিনি ৷ স্বামী রণবীরের কালো স্যুট ও তাঁর লাল লং ড্রেস ৷ কম্বিনেশ ছিল দারুণ ৷ শুধু জুতোটা লক্ষ্য করুন ৷ Photo Courtesy: Instagram
দীপিকা পাডুকোনের রিসেপশেনর সাজ দেখেছিলেন তো ? লাল পরীর মতো সেজেছিলেন তিনি ৷ স্বামী রণবীরের কালো স্যুট ও তাঁর লাল লং ড্রেস ৷ কম্বিনেশ ছিল দারুণ ৷ শুধু জুতোটা লক্ষ্য করুন ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/5
পোশাকের সঙ্গে মিলিয়ে লাল স্টিলেটো ৷ সেটাই তো মানানসই ৷ লাল ড্রেসের সঙ্গে লাল হাই হিলই তো পরবেন তিনি ৷ এখন তো সাধারণরাই এমন সাজে অভ্যস্ত আর তিনি তো স্টার ! তাঁর সাজ তো এমনই হবে ৷ কিন্তু মজা তো এরপরের ছবিতে ৷ Photo Courtesy: Instagram
পোশাকের সঙ্গে মিলিয়ে লাল স্টিলেটো ৷ সেটাই তো মানানসই ৷ লাল ড্রেসের সঙ্গে লাল হাই হিলই তো পরবেন তিনি ৷ এখন তো সাধারণরাই এমন সাজে অভ্যস্ত আর তিনি তো স্টার ! তাঁর সাজ তো এমনই হবে ৷ কিন্তু মজা তো এরপরের ছবিতে ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/5
রিসেপশনে নেচে মাত করলেন তিনি ও তাঁর স্বামী রণবীর ৷ সব থেকে বেশি নজরে আসে বচ্চন পরিবারের সঙ্গে তাঁদের নাচ ৷ ঝুম্মা-চুম্মা নাচেন অমিতাভ, রণবীর, দীপিকা ৷ Photo Courtesy: Instagram
রিসেপশনে নেচে মাত করলেন তিনি ও তাঁর স্বামী রণবীর ৷ সব থেকে বেশি নজরে আসে বচ্চন পরিবারের সঙ্গে তাঁদের নাচ ৷ ঝুম্মা-চুম্মা নাচেন অমিতাভ, রণবীর, দীপিকা ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/5
নজর করুন দীপিকার পোশাক ৷ ছিল কী আর হল কী ! লম্বা গাউন হয়ে গেল ছোট ড্রেস ! আর জুতো? সেই লাল স্টিলেটো? সেটাও তো হাওয়া ! দেখুন একেবারে স্নিরার পরে নিয়েছেন সুন্দরী ৷ আসলে নাচবেন বলেই এই ব্যবস্থা !    Photo Courtesy: Instagram
নজর করুন দীপিকার পোশাক ৷ ছিল কী আর হল কী ! লম্বা গাউন হয়ে গেল ছোট ড্রেস ! আর জুতো? সেই লাল স্টিলেটো? সেটাও তো হাওয়া ! দেখুন একেবারে স্নিরার পরে নিয়েছেন সুন্দরী ৷ আসলে নাচবেন বলেই এই ব্যবস্থা ! Photo Courtesy: Instagram
advertisement
5/5
তাহলে বুঝলেন তো নায়িকাদেরও লম্বা হিল পরে নাচতে কষ্ট হয় ৷ তাই তো এই ব্যবস্থা করলেন দীপিকা ৷ ছবিতে যে দেখেন হিল পরে নাচ সেটা একেবারেই ছবির জন্য ৷ সেটা দেখে ভাববেন না নায়িকারা ওরমই হন ৷ বাস্তবটা একেবারেই আলাদা ৷ রিসেপশনে  নায়িকার সেই বাস্তবটাই সামনে এল ! Photo Courtesy: Instagram
তাহলে বুঝলেন তো নায়িকাদেরও লম্বা হিল পরে নাচতে কষ্ট হয় ৷ তাই তো এই ব্যবস্থা করলেন দীপিকা ৷ ছবিতে যে দেখেন হিল পরে নাচ সেটা একেবারেই ছবির জন্য ৷ সেটা দেখে ভাববেন না নায়িকারা ওরমই হন ৷ বাস্তবটা একেবারেই আলাদা ৷ রিসেপশনে নায়িকার সেই বাস্তবটাই সামনে এল ! Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement