Bigg Boss-এর ঘরে Pregnant মোনালিসা! ভিডিও কলে করবা চৌথে ঝড় তুললেন দুপুর ঠাকুরপো-দের ঝুমা বউদি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Karva Chauth 2021 Celebration: করবা চৌথেও হট অবতার ঝুমা বউদির
সারা দেশের সধবা মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু প্রার্থনা করে সারাদিন নির্জলা উপোস করে করবা চৌথের ব্রতপালন করে থাকেন (The Indian married wives worshiping Karva Chauth 2021 for their husbands long life) ৷ সন্ধের পরে চাঁদ দেখে স্বামীর হাতের জল খেয়ে উপোস ভঙ্গ করেন ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি করবা চৌথ সবার কাছেই অত্যন্ত আকর্ষণীয় এক উৎসব যা ধুমধাম করেই পালন করা হয় ৷ করবা চৌথের এই বিশেষ মুহূর্তে অন্যদের মত ভোজপুরী অভিনেত্রী মোনালিসা করবা চৌথের ব্রত পালন করেছেন ৷ এই বিশেষ মুহূর্তে তিনি স্বামীকে খুব মিস করছিলেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
স্বামীর সঙ্গে এই মুহূর্তে মোনালিসা নেই কারণ তাঁর আসন্ন প্রজেক্টে উত্তরপ্রদেশের সোনভদ্রতে শ্যুটিং-এ রয়েছেন মোনালিসা (Right now Monalisa with her some project staying in Uttar Pradesh with video call she performs Karva Chauth rituals) ৷ তাই স্বামীর সঙ্গে না থেকেও করেছেন করবা চৌথের ব্রতর পালন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
কিছুদিন আগেই তাঁর একটি খবর প্রকাশিত হয়েছিল যে মোনালিসা নাকি বিয়ের আগেই বিগ বসের ঘরে প্রেগন্যান্ট হয়েছিলেন, তিনি অবশ্য জানিয়েছিলেন যে সেই কথা তিনি মজার করেই বলেছিলেন এমন কোনও ঘটনা ঘটেনি ৷ তেমনই করবা চৌথেও বড় চমক ৷ ভিডিও কলেই স্বামীর সঙ্গে সারলেন তরবা চৌথের যাবতীয় রীতিনীতি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷