‘‘ঝুম্মা চুমা দে দে’’- নাচে কে করলেন বাজিমাত , দেখে নিন বচ্চন সাবের মার্কশিট

Last Updated:
1/4
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে সিরিজ থামার নাম নিচ্ছে না ৷ বিয়ে, রিসেপশন চলছে তো চলছেই আর সেই রিসেপশনের একের পর এক ধামাকা খবর হয়ে চলেছে ৷ দীপবীরের মুম্বই রিসেপশনে ডান্সফ্লোরে বেজেছিল ঝুম্মা চুম্মা দে দে ৷ আর তাতে নেচেছিলেন বিগ বি, জয়া, দীপিকা, রণবীর ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে সিরিজ থামার নাম নিচ্ছে না ৷ বিয়ে, রিসেপশন চলছে তো চলছেই আর সেই রিসেপশনের একের পর এক ধামাকা খবর হয়ে চলেছে ৷ দীপবীরের মুম্বই রিসেপশনে ডান্সফ্লোরে বেজেছিল ঝুম্মা চুম্মা দে দে ৷ আর তাতে নেচেছিলেন বিগ বি, জয়া, দীপিকা, রণবীর ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
advertisement
2/4
দীপিকা -রণবীরের বিয়েতে আর পাঁচটা বিয়ের মতোই ছিল ছেলে বনাম মেয়ের লড়াই ৷ তাতে নেচেছিলেন জয়া ও দীপিকা অন্যদিকে ছিলেন অমিতাভ ও রণবীর ৷ অমিতাভ বচ্চন নিজের ইনস্টা পোস্টে জানিয়েছেন এই ছেলে বনাম মেয়ে লড়াইতে কারা জিতেছে ৷ এই ছবির ট্যাগলাইনে ইঙ্গিত দিয়েছেন বিগ বি যে কে জিতছে কারণ লিখেছেন বিদ্যা ও তাঁর বর এবং আরশাদের চোখ দেখেই বোঝা যাচ্ছে কীভাবে মেয়েরা জিতছে ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
দীপিকা -রণবীরের বিয়েতে আর পাঁচটা বিয়ের মতোই ছিল ছেলে বনাম মেয়ের লড়াই ৷ তাতে নেচেছিলেন জয়া ও দীপিকা অন্যদিকে ছিলেন অমিতাভ ও রণবীর ৷ অমিতাভ বচ্চন নিজের ইনস্টা পোস্টে জানিয়েছেন এই ছেলে বনাম মেয়ে লড়াইতে কারা জিতেছে ৷ এই ছবির ট্যাগলাইনে ইঙ্গিত দিয়েছেন বিগ বি যে কে জিতছে কারণ লিখেছেন বিদ্যা ও তাঁর বর এবং আরশাদের চোখ দেখেই বোঝা যাচ্ছে কীভাবে মেয়েরা জিতছে ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
advertisement
3/4
এর পাশাপাশি অমিতাভ ছেলেদেরও একটা ছবি পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন ছেলেরা কিন্তু নিজেদের হার বেশ স্পোর্টিংলি নিয়েছেন ৷ এই ছবির হাসিতেই সেটার প্রমাণ ৷  Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
এর পাশাপাশি অমিতাভ ছেলেদেরও একটা ছবি পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন ছেলেরা কিন্তু নিজেদের হার বেশ স্পোর্টিংলি নিয়েছেন ৷ এই ছবির হাসিতেই সেটার প্রমাণ ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
advertisement
4/4
দীপবীরের মেগা রিসপশনে হাজির ছিলেন গোটা বচ্চন পরিবার ৷ শ্বেত-ঐশ্বর্য্য হাজির থাকলেও এই ঝুম্মা চুম্মা দে দে ডান্সে অংশ নেননি তাঁরা ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
দীপবীরের মেগা রিসপশনে হাজির ছিলেন গোটা বচ্চন পরিবার ৷ শ্বেত-ঐশ্বর্য্য হাজির থাকলেও এই ঝুম্মা চুম্মা দে দে ডান্সে অংশ নেননি তাঁরা ৷ Photo Courtesy - Amitabh Bachchan/ Instagram Handle
advertisement
advertisement
advertisement