Me Too: ‘‘নিজের শরীরের কাছে টেনে নিল, হাত বোলাতে শুরু করল’’ টলি অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী

Last Updated:
1/8
#MeToo : এই দুটো শব্দে এখন গোটা দুনিয়া উত্তাল ৷ ভারতেরও বিভিন্ন মানুষ এখন নিজের জীবনের যৌন হেনস্তার ঘটনা সামনে আনছেন ৷  Photo- Sruthi Hariharan/ Instagram
#MeToo : এই দুটো শব্দে এখন গোটা দুনিয়া উত্তাল ৷ ভারতেরও বিভিন্ন মানুষ এখন নিজের জীবনের যৌন হেনস্তার ঘটনা সামনে আনছেন ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
advertisement
2/8
এবার মুখ খুললেন টলি অভিনেত্রী শ্রুতি হরিহরণ ৷ ২০১৬ -র একটি ফিল্ম চলাকালীন সেটে যৌন হেনস্তা করা হয়েছিল তাঁকে ৷ অভিযোগ করেছিলেন ছবির প্রধান অ্যাক্টরের বিরুদ্ধে ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
এবার মুখ খুললেন টলি অভিনেত্রী শ্রুতি হরিহরণ ৷ ২০১৬ -র একটি ফিল্ম চলাকালীন সেটে যৌন হেনস্তা করা হয়েছিল তাঁকে ৷ অভিযোগ করেছিলেন ছবির প্রধান অ্যাক্টরের বিরুদ্ধে ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
advertisement
3/8
অভিযোগের তির তামিল ছবির সুপারস্টার অভিনেতা, নির্দেশক ও প্রযোজক অর্জুন শারজার দিকে ৷ তিনি জানিয়েছেন কীভাবে ২০১৬-র ফিল্মের সেটে হেনস্তা হয়েছিলেন তাঁরা ৷
অভিযোগের তির তামিল ছবির সুপারস্টার অভিনেতা, নির্দেশক ও প্রযোজক অর্জুন শারজার দিকে ৷ তিনি জানিয়েছেন কীভাবে ২০১৬-র ফিল্মের সেটে হেনস্তা হয়েছিলেন তাঁরা ৷
advertisement
4/8
নিজের ফেসবুক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি ৷ লিখেছেন কী ভেবেছিলেন আর সেটে ঠিক কী হয়েছিল ৷ Photo- Sruthi Hariharan/ Facebook
নিজের ফেসবুক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি ৷ লিখেছেন কী ভেবেছিলেন আর সেটে ঠিক কী হয়েছিল ৷ Photo- Sruthi Hariharan/ Facebook
advertisement
5/8
শ্রুতি লিখেছেন ছোটবেলে থেকে অর্জুনকে স্ক্রিনে দেখে বড় হয়ে উঠেছেন ৷ তাই তাঁর স্ত্রী-র ভূমিকায় ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি হয়েছিলেন ৷ এরপর প্রথম কয়েকদিন খুব ভালোই শ্যুটিং চলছিল ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
শ্রুতি লিখেছেন ছোটবেলে থেকে অর্জুনকে স্ক্রিনে দেখে বড় হয়ে উঠেছেন ৷ তাই তাঁর স্ত্রী-র ভূমিকায় ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি হয়েছিলেন ৷ এরপর প্রথম কয়েকদিন খুব ভালোই শ্যুটিং চলছিল ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
advertisement
6/8
এরপর একদিন তাঁদের একটু ঘনিষ্ঠ এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল ৷ অর্জুনকে জড়িয়ে ধরার কথা ছিল ৷ রিহার্সালের সময়েই অদ্ভুত ফিল করেন শ্রুতি ৷ তাঁকে হাত দিয়ে কাছে টেনে নেন অর্জুন ৷ তারপর শরীরে শরীর ঠেকিয়ে পিঠে হাত বোলাতে শুরু করেন তিনি ৷ খুব অস্বস্তি লাগছিল শ্রুতি জানিয়েছেন ৷  Photo- Sruthi Hariharan/ Instagram
এরপর একদিন তাঁদের একটু ঘনিষ্ঠ এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল ৷ অর্জুনকে জড়িয়ে ধরার কথা ছিল ৷ রিহার্সালের সময়েই অদ্ভুত ফিল করেন শ্রুতি ৷ তাঁকে হাত দিয়ে কাছে টেনে নেন অর্জুন ৷ তারপর শরীরে শরীর ঠেকিয়ে পিঠে হাত বোলাতে শুরু করেন তিনি ৷ খুব অস্বস্তি লাগছিল শ্রুতি জানিয়েছেন ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
advertisement
7/8
অর্জুন ডিরেক্টরকে আবেদন করেন সিনটা বদলে শুধু জড়িয়ে ধরা না রেখে ফোরপ্লে করে দিতে ৷ শ্রুতি লিখেছেন ছবিতে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলাই তাঁর কাজ ৷ কিন্তু এধরণের ঘৃণ্য বিষয়ে তার গা রি রি করে ওঠে ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
অর্জুন ডিরেক্টরকে আবেদন করেন সিনটা বদলে শুধু জড়িয়ে ধরা না রেখে ফোরপ্লে করে দিতে ৷ শ্রুতি লিখেছেন ছবিতে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলাই তাঁর কাজ ৷ কিন্তু এধরণের ঘৃণ্য বিষয়ে তার গা রি রি করে ওঠে ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
advertisement
8/8
এরপর একাধিকবার তাঁকে সেটের বাইরে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন অর্জুন ৷ তিনি তা এড়িয়ে যান ৷ সে সময়ে শ্রুতি মুখ খোলেননি কারণ সিনেমাটা বন্ধ হয়ে যাক তিনি চাননি ৷ এদিকে ইতিমধ্যেই শ্রুতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন দক্ষিণী তারকা অর্জুন ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
এরপর একাধিকবার তাঁকে সেটের বাইরে দেখা করার প্রস্তাব দিয়েছিলেন অর্জুন ৷ তিনি তা এড়িয়ে যান ৷ সে সময়ে শ্রুতি মুখ খোলেননি কারণ সিনেমাটা বন্ধ হয়ে যাক তিনি চাননি ৷ এদিকে ইতিমধ্যেই শ্রুতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন দক্ষিণী তারকা অর্জুন ৷ Photo- Sruthi Hariharan/ Instagram
advertisement
advertisement
advertisement