Serial-র ‘পারফেক্ট বর’ Karan Mehra বাড়িতে বউকে পেটায়, তারপর স্ত্রী Nisha যা করলেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তারকা দম্পতির অন্দরমহলে পিকচার পারফেক্ট ছবি ঘেঁটে গিয়ে সামনে এল নক্কারজনক চিত্র৷
নক্কারজনক সিরিয়ালের পারফেক্ট হাজব্যান্ড অর্থাৎ আদর্শ বর আর বাড়িতে কিনা নিজের অভিনেত্রী স্ত্রী-র গায়ে তিনি হাত তোলেন৷ এমনই হল ‘ইয়ে রিস্তা ক্যায়া কহলাতে হ্যায়’ (Yeh Rishta Kya Kehlata Hai)-র অভিনেতা করণ মেহরা (Karan Mehra)-র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ৷ তাঁর স্ত্রী নিশা রাওয়ালও (Nisha Rawal) অভিনেত্রী৷
advertisement
advertisement
advertisement
যদিও গ্রেফতারের কিছুক্ষণ পরেই তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে৷ এই অভিনেতা দম্পতি একাধিক শো এ একসঙ্গে কাজ করেছেন৷ নিশা বিজ্ঞাপনে অভিনয় করেছেন৷ তারমধ্যে রয়েছে কোকাকোলা (Coca Cola), সানসিল্ক শ্যাম্পু (Sunsilk shampoo)-র বিজ্ঞাপন৷ এছাড়াও তিনি কয়েকটি বলিউড ছবিতেও (Bollywood movies) অভিনয় করেছেন৷
advertisement
advertisement