অচেনা ব্যবসায়ীর শেষকৃত্য গিয়ে শুধু কাঁদতে হবে অভিনেতাকে, মিলবে ৫ লক্ষ টাকা! তথ্য ফাঁস

Last Updated:
চাঙ্কিকে (Chunky Pandey) সেখানে ডাকার পিছনে কারণও ছিল৷
1/5
•অনেক সময়ই সেলিব্রিটিদের বড় ইভেন্টে পারফর্ম করতে দেখা যায়৷ অনেক বড় ব্যবসায়ীর সন্তানের বিবাহ হোক বা কোনও শুভ অনুষ্ঠান, অনেক ক্ষেত্রেই অনুষ্ঠানের শোভা বর্ধন করেন তারকারা। তবে এটা কখনও ভাবতে পারেন যে শ্রাদ্ধানুষ্ঠানেও অভিনেতাদের ডাকা হয় কাঁদতে! এবং যার জন্য মোটা টাকাও পান তাঁরা! এমন ঘটনা ঘটেছিল চাঙ্কি পান্ডের সঙ্গে৷
•অনেক সময়ই সেলিব্রিটিদের বড় ইভেন্টে পারফর্ম করতে দেখা যায়৷ অনেক বড় ব্যবসায়ীর সন্তানের বিবাহ হোক বা কোনও শুভ অনুষ্ঠান, অনেক ক্ষেত্রেই অনুষ্ঠানের শোভা বর্ধন করেন তারকারা। তবে এটা কখনও ভাবতে পারেন যে শ্রাদ্ধানুষ্ঠানেও অভিনেতাদের ডাকা হয় কাঁদতে! এবং যার জন্য মোটা টাকাও পান তাঁরা! এমন ঘটনা ঘটেছিল চাঙ্কি পান্ডের সঙ্গে৷
advertisement
2/5
•এবং শুধুই যে তাঁকে এমন একটি শোকসভায় ডাকা হয়েছিল নয়, এর জন্য তাঁকে পাঁচ লাখ টাকার দেওয়ার কথাও বলা হয়! একথা অভিনেতা নিজেই ফাঁস করেছিলেন।
•এবং শুধুই যে তাঁকে এমন একটি শোকসভায় ডাকা হয়েছিল নয়, এর জন্য তাঁকে পাঁচ লাখ টাকার দেওয়ার কথাও বলা হয়! একথা অভিনেতা নিজেই ফাঁস করেছিলেন।
advertisement
3/5
•চাঙ্কিকে সেখানে ডাকার পিছনে কারণও ছিল৷ অভিনেতা জানান যে, ব্যবসায়ী পরিবার সকলের সামনে প্রমাণ করতে চাইছিলেন যে, এঁরা বলিউডের ছবিতে বিনিয়োগ করেছেন৷ এবং সেই বিনিয়োগ থেকে কোনও টাকা লাভ করতে পারেননি৷ মৃত্যুর পর এমনই গল্প ফাঁদেছিল সেই পরিবার, যে কারণে চাঙ্কিকে সেখানে উপস্থিত হতে বলে সকলের সমানে তা প্রমাণও করতে চান তাঁরা৷ এই তথ্য জানতে পেরে চাঙ্কি খুবই অবাক হন এবং সেই পরিবারের মূল্যবোধ দেখে তিনি দুঃখও পান৷
•চাঙ্কিকে সেখানে ডাকার পিছনে কারণও ছিল৷ অভিনেতা জানান যে, ব্যবসায়ী পরিবার সকলের সামনে প্রমাণ করতে চাইছিলেন যে, এঁরা বলিউডের ছবিতে বিনিয়োগ করেছেন৷ এবং সেই বিনিয়োগ থেকে কোনও টাকা লাভ করতে পারেননি৷ মৃত্যুর পর এমনই গল্প ফাঁদেছিল সেই পরিবার, যে কারণে চাঙ্কিকে সেখানে উপস্থিত হতে বলে সকলের সমানে তা প্রমাণও করতে চান তাঁরা৷ এই তথ্য জানতে পেরে চাঙ্কি খুবই অবাক হন এবং সেই পরিবারের মূল্যবোধ দেখে তিনি দুঃখও পান৷
advertisement
4/5
•চাঙ্কি বলেছেন যে, ওই পরিবার চেয়েছিল যে আমি পুরো শেষকৃত্যের সময় কান্নাকাটি করি এবং চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকি। এর ফলে যাঁদের থেকে টাকা ধার করা হয়েছিল তাঁরা অভিনেতাকে দেখে বুঝবেন যে সত্যিই ব্যবসায়ী ছবিতে বিনিয়োগ করেছেন৷ অর্থাৎ চাঙ্কির উপস্থিতি সেই জানানই দেবে৷ এর জন্য চাঙ্কিকে পারিশ্রমিক হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়৷ কিন্তু চাঙ্কি তা নিতে এবং সেখানে যেতে অস্বীকার করেন৷ তিনি অন্য এক অভিনেতাকে সেখানে যাওয়ার কথা বলেন৷
•চাঙ্কি বলেছেন যে, ওই পরিবার চেয়েছিল যে আমি পুরো শেষকৃত্যের সময় কান্নাকাটি করি এবং চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকি। এর ফলে যাঁদের থেকে টাকা ধার করা হয়েছিল তাঁরা অভিনেতাকে দেখে বুঝবেন যে সত্যিই ব্যবসায়ী ছবিতে বিনিয়োগ করেছেন৷ অর্থাৎ চাঙ্কির উপস্থিতি সেই জানানই দেবে৷ এর জন্য চাঙ্কিকে পারিশ্রমিক হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়৷ কিন্তু চাঙ্কি তা নিতে এবং সেখানে যেতে অস্বীকার করেন৷ তিনি অন্য এক অভিনেতাকে সেখানে যাওয়ার কথা বলেন৷
advertisement
5/5
•তবে তাঁর পরিবর্তে কোন অভিনেতা সেখানে গিয়েছিলেন, সেই নামটি প্রকাশ করেননি চাঙ্কি৷ তবে এটি জানান যে, সেই অভিনেতা খুব আনন্দের সঙ্গে শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন৷ কারণ নীরবে দাঁড়িয়ে থাকার জন্য পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।
•তবে তাঁর পরিবর্তে কোন অভিনেতা সেখানে গিয়েছিলেন, সেই নামটি প্রকাশ করেননি চাঙ্কি৷ তবে এটি জানান যে, সেই অভিনেতা খুব আনন্দের সঙ্গে শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন৷ কারণ নীরবে দাঁড়িয়ে থাকার জন্য পাঁচ লক্ষ টাকা পেয়েছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement