Koffee with Karan: শুধু ননদ নন, স্বামী অভিষেকও মুখ খুললেন ঐশ্বর্যকে নিয়ে...

Last Updated:
1/5
কফি উইথ করণে এসে ঐশ্বর্যকে নিয়ে মুখ খুললেন স্বেতা ৷ ননদ হিসেবে ঐশ্বর্যের কী পছন্দ ও অপছন্দ সেটা সোজাসাপটা জানালেন তিনি ৷ শোয়ে মুখ খোলেন অভিষেকও ৷ Photo Collected
কফি উইথ করণে এসে ঐশ্বর্যকে নিয়ে মুখ খুললেন স্বেতা ৷ ননদ হিসেবে ঐশ্বর্যের কী পছন্দ ও অপছন্দ সেটা সোজাসাপটা জানালেন তিনি ৷ শোয়ে মুখ খোলেন অভিষেকও ৷ Photo Collected
advertisement
2/5
শোয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ঐশ্বর্যর কোন বিষয়টি তাঁর ভাল লাগে? এই প্রশ্নের উত্তরে শ্বেতা জানান , ঐশ্বর্য খুব ভাল একজন মানুষ এবং খুব ভাল একজন মা। তবে ঐশ্বর্য যে কড়া নিয়ম মেনে বাড়ি চালান, সেটা তাঁর ভাল লাগে না! Photo Collected
শোয়ে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ঐশ্বর্যর কোন বিষয়টি তাঁর ভাল লাগে? এই প্রশ্নের উত্তরে শ্বেতা জানান , ঐশ্বর্য খুব ভাল একজন মানুষ এবং খুব ভাল একজন মা। তবে ঐশ্বর্য যে কড়া নিয়ম মেনে বাড়ি চালান, সেটা তাঁর ভাল লাগে না! Photo Collected
advertisement
3/5
শ্বেতার সঙ্গে একই প্রশ্ন রাখা হয় অভিষেকের কাছেও ৷ তিনিও জানান স্ত্রীর সম্পর্কে ৷ জানান যে ঐশ্বর্য তাঁকে ভালবাসে, এবং তিনিও তাঁকে অসম্ভব ভালবাসেন ৷ তবে... Photo Collected
শ্বেতার সঙ্গে একই প্রশ্ন রাখা হয় অভিষেকের কাছেও ৷ তিনিও জানান স্ত্রীর সম্পর্কে ৷ জানান যে ঐশ্বর্য তাঁকে ভালবাসে, এবং তিনিও তাঁকে অসম্ভব ভালবাসেন ৷ তবে... Photo Collected
advertisement
4/5
তাঁরা যে আর একসঙ্গে কাজ করবেন না সেটা স্পষ্ট ৷ অনুরাগ কাশ্যপের 'গুলাব জামুন'-এ অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য, অভিষেকের। ঠিক ছিল, জানুয়ারি মাসের শুরুতেই শুরু হবে শুটিং। কিন্তু, আপাতত সেই পরিকল্পনায় মাটি! ছবি থেকে সরে গেলেন খোদ বচ্চন দম্পতি। Photo Collected
তাঁরা যে আর একসঙ্গে কাজ করবেন না সেটা স্পষ্ট ৷ অনুরাগ কাশ্যপের 'গুলাব জামুন'-এ অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য, অভিষেকের। ঠিক ছিল, জানুয়ারি মাসের শুরুতেই শুরু হবে শুটিং। কিন্তু, আপাতত সেই পরিকল্পনায় মাটি! ছবি থেকে সরে গেলেন খোদ বচ্চন দম্পতি। Photo Collected
advertisement
5/5
একসঙ্গে কাজ করবেন না হয়ত কিন্তু বাড়িতে ঐশ্বর্য ভীষণ গুছনো স্বভাবের ঐশ্বর্য, যা খুব বেশি পছন্দ করেন না অভিষেক ৷ স্পষ্ট জানিয়ে দেন অভিষেক ৷ তবে তাঁদের ঘর ভাঙা নিয়ে যে সব রটনা হয়, তা একেবারেই রটনা স্তরে থাকবে ৷ কারণ দু’জন দু’জনকে ভীষণ ভালবাসেন এবং একসঙ্গে সংসার করতে খুবই ভালবাসেন ৷ Photo Collected
একসঙ্গে কাজ করবেন না হয়ত কিন্তু বাড়িতে ঐশ্বর্য ভীষণ গুছনো স্বভাবের ঐশ্বর্য, যা খুব বেশি পছন্দ করেন না অভিষেক ৷ স্পষ্ট জানিয়ে দেন অভিষেক ৷ তবে তাঁদের ঘর ভাঙা নিয়ে যে সব রটনা হয়, তা একেবারেই রটনা স্তরে থাকবে ৷ কারণ দু’জন দু’জনকে ভীষণ ভালবাসেন এবং একসঙ্গে সংসার করতে খুবই ভালবাসেন ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement