Aamir Khan: পিছু পিছু কত ঘুরেছেন, রীনার প্রতি তীব্র আকর্ষণেই রক্ত দিয়ে প্রেমপত্র লিখেছিলেন আমির, ভিন্ন ধর্মে বিয়ে, টেকেনি সেই সুখও

Last Updated:
মাত্র ২১ বছর বয়সে ঘর বাঁধলেও সেই ঘর টেকেনি, টিকলনা এই ঘরও
1/9
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) শনিবার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao) সঙ্গে আলাদা হয়ে গেলেন ৷ এর আগে আমির খান ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন রীণা দত্তকে যা প্রায় ২১ বছর আগের কথা ৷ যদিও প্রথম বিয়েটিও বেশিদিন টেকেনি বিয়ের ১৫ বছর পরে বিবাহ বিচ্ছেদও হয়েছিল ৷
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) শনিবার দ্বিতীয় স্ত্রী কিরণ রাও (Kiran Rao) সঙ্গে আলাদা হয়ে গেলেন ৷ এর আগে আমির খান ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন রীণা দত্তকে যা প্রায় ২১ বছর আগের কথা ৷ যদিও প্রথম বিয়েটিও বেশিদিন টেকেনি বিয়ের ১৫ বছর পরে বিবাহ বিচ্ছেদও হয়েছিল ৷
advertisement
2/9
১৯৮৬ সালে আমির খান তাঁর ছোট্টবেলার প্রেম রীণাকে বিয়ে করেছিলেন ৷ তখন রীণার (Reena Dutta) বয়স মাত্র ১৯ ছিল ৷ ১৫ বছরের প্রেমের জীবন থেকে প্রাপ্ত দুই সন্তান ইরা ও জুনেদ ৷
১৯৮৬ সালে আমির খান তাঁর ছোট্টবেলার প্রেম রীণাকে বিয়ে করেছিলেন ৷ তখন রীণার (Reena Dutta) বয়স মাত্র ১৯ ছিল ৷ ১৫ বছরের প্রেমের জীবন থেকে প্রাপ্ত দুই সন্তান ইরা ও জুনেদ ৷
advertisement
3/9
রীণাকে পাওয়ার জন্য আমির খান সমস্ত সীমারেখা অতিক্রম করেছিলেন ৷ রীণার মন জয় করতে রক্ত দিয়ে প্রেমপত্র লিখেছিলেন ৷ তবুও তখনও রীণার মন পাননি আমির ৷
রীণাকে পাওয়ার জন্য আমির খান সমস্ত সীমারেখা অতিক্রম করেছিলেন ৷ রীণার মন জয় করতে রক্ত দিয়ে প্রেমপত্র লিখেছিলেন ৷ তবুও তখনও রীণার মন পাননি আমির ৷
advertisement
4/9
বিয়ের প্রায় ১৬ বছরে রীণার সঙ্গে আলাদা হয়ে যান আমির ৷ ২০০২ সালে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন আমির ৷
বিয়ের প্রায় ১৬ বছরে রীণার সঙ্গে আলাদা হয়ে যান আমির ৷ ২০০২ সালে আলাদা হওয়ার কথা ঘোষণা করেন আমির ৷
advertisement
5/9
২০০২ সালে আমির-রীণা বিবাহ বিচ্ছেদের পরে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান ৷ তবুও বর্তমানেও রীণার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমির খানের ৷
২০০২ সালে আমির-রীণা বিবাহ বিচ্ছেদের পরে কিরণ রাওকে বিয়ে করেন আমির খান ৷ তবুও বর্তমানেও রীণার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমির খানের ৷
advertisement
6/9
আমির ও রীণা একই পাড়ায় থাকতেন ৷ কাছাকাছিই ছিল দু'জনের বাড়ি, আমির খান রীণাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রীণা সেই প্রেমের প্রস্তব ফিরিয়ে দিয়েছিলেন ৷
আমির ও রীণা একই পাড়ায় থাকতেন ৷ কাছাকাছিই ছিল দু'জনের বাড়ি, আমির খান রীণাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু রীণা সেই প্রেমের প্রস্তব ফিরিয়ে দিয়েছিলেন ৷
advertisement
7/9
রীণা ও আমিরের ধর্ম আলাদা, কিন্তু প্রেমের উত্তাপে ধর্মের সমস্ত বেড়াজাল পুড়ে ছাই হয়ে যায় ৷ আইন মতে তাঁরা বিয়ে করেন সেই সময়ে আমিরের বয়স ছিল ২১ বছর ও রীণা ১৯ বছরের তরুণী ৷
রীণা ও আমিরের ধর্ম আলাদা, কিন্তু প্রেমের উত্তাপে ধর্মের সমস্ত বেড়াজাল পুড়ে ছাই হয়ে যায় ৷ আইন মতে তাঁরা বিয়ে করেন সেই সময়ে আমিরের বয়স ছিল ২১ বছর ও রীণা ১৯ বছরের তরুণী ৷
advertisement
8/9
আমির খানের প্রথম ছবি কয়ামত সে কয়ামত তক ছবি শ্যুটিং-এর সময়েই বিবাহিত ছিলেন এমনকী সেই ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন রীণাও ৷ একই সঙ্গে সুপারহিট ছবি লগানের সহ-প্রযোজক ছলিনে রীণা ৷
আমির খানের প্রথম ছবি কয়ামত সে কয়ামত তক ছবি শ্যুটিং-এর সময়েই বিবাহিত ছিলেন এমনকী সেই ছবিতে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন রীণাও ৷ একই সঙ্গে সুপারহিট ছবি লগানের সহ-প্রযোজক ছলিনে রীণা ৷
advertisement
9/9
আমিরের সঙ্গে রীণার বন্ধু্ব আটুট ৷ ছবিটি ২০১৮ সালের পানি ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলনে রীণা ও কিরণ একসঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছিলেন ৷
আমিরের সঙ্গে রীণার বন্ধু্ব আটুট ৷ ছবিটি ২০১৮ সালের পানি ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলনে রীণা ও কিরণ একসঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছিলেন ৷
advertisement
advertisement
advertisement