Viral: বাপ কি বেটি! বয়ফ্রন্ডের সঙ্গে ক্যামেরার সামনে বাকি রাখলেন না কোনও কাণ্ডই, ভাইরাল অনুরাগ কাশ্যপ কন্যা

Last Updated:
আলিয়ার (Aaliyah Kashyap) নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷
1/5
 *একেবারে যেন বাপ কি বেটি! একেবারে বাবার মতোই যেন তিনি সাহসী৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন বাবা অনুরাগ কাশ্যপ কোনও রাখঢাক করেন না৷ তেমনই মেয়ে আলিয়াও গোপন রাখলেন না তাঁর লাভ লাইফ! বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম জমালেন ক্যামেরার সামনেই৷ তা আবার পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়! যা হল ভাইরাল৷
*একেবারে যেন বাপ কি বেটি! একেবারে বাবার মতোই যেন তিনি সাহসী৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন বাবা অনুরাগ কাশ্যপ কোনও রাখঢাক করেন না৷ তেমনই মেয়ে আলিয়াও গোপন রাখলেন না তাঁর লাভ লাইফ! বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম জমালেন ক্যামেরার সামনেই৷ তা আবার পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়! যা হল ভাইরাল৷
advertisement
2/5
*অনুরাগ কাশ্যপের প্রথম স্ত্রী আরতি বজাজ৷ ডিভোর্স হলেও তাঁদের মধ্যে রয়েছে সদ্ভাব৷ তাঁদের মেয়ে আলিয়া কাশ্যপ৷ তাঁর প্রেমিকের নাম শেন জর্জ৷ আপাতত দেশে রয়েছেন তিনি বাবা-মা ও প্রেমিকের সঙ্গে৷
*অনুরাগ কাশ্যপের প্রথম স্ত্রী আরতি বজাজ৷ ডিভোর্স হলেও তাঁদের মধ্যে রয়েছে সদ্ভাব৷ তাঁদের মেয়ে আলিয়া কাশ্যপ৷ তাঁর প্রেমিকের নাম শেন জর্জ৷ আপাতত দেশে রয়েছেন তিনি বাবা-মা ও প্রেমিকের সঙ্গে৷
advertisement
3/5
*আলিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ যেমন বিভিন্ন রকমের সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য নিয়ে চলে আলোচনা৷
*আলিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ যেমন বিভিন্ন রকমের সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য নিয়ে চলে আলোচনা৷
advertisement
4/5
*সেখানে বাবা-মায়ের সঙ্গে তাঁকে আলোচনা করতে দেখা যায়৷ প্রেম, সহবাস, গর্ভবস্থা...সব নিয়েই খোলাখুলি তিনি এই অনুষ্ঠানে আলোচনা করেন৷ এমনকী সেখানে কখনও কখনও বাবা অনুরাগ তাঁর অতিথি হিসেবে থাকেন৷ একবার এমন এক আলোচনা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় বাবা-মেয়েকে৷
*সেখানে বাবা-মায়ের সঙ্গে তাঁকে আলোচনা করতে দেখা যায়৷ প্রেম, সহবাস, গর্ভবস্থা...সব নিয়েই খোলাখুলি তিনি এই অনুষ্ঠানে আলোচনা করেন৷ এমনকী সেখানে কখনও কখনও বাবা অনুরাগ তাঁর অতিথি হিসেবে থাকেন৷ একবার এমন এক আলোচনা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় বাবা-মেয়েকে৷
advertisement
5/5
*ইদানিং আলিয়া রয়েছেন দেশে৷ তাঁর বয়ফ্রেন্ড শেনের সঙ্গে৷ বাবা-মায়ের সঙ্গে শেনের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি৷ এখন মুম্বইতে দু’জনে খুবই ভাল সময় কাটাচ্ছেন৷ সম্প্রতি শেনের ২২ তম জন্মদিন উদযাপন করেছেন আলিয়া৷ সেখানে উপস্থিত ছিলেন অনুরাগ ও আরতিও৷
*ইদানিং আলিয়া রয়েছেন দেশে৷ তাঁর বয়ফ্রেন্ড শেনের সঙ্গে৷ বাবা-মায়ের সঙ্গে শেনের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি৷ এখন মুম্বইতে দু’জনে খুবই ভাল সময় কাটাচ্ছেন৷ সম্প্রতি শেনের ২২ তম জন্মদিন উদযাপন করেছেন আলিয়া৷ সেখানে উপস্থিত ছিলেন অনুরাগ ও আরতিও৷
advertisement
advertisement
advertisement