মাত্র ষোলোতেই মুখ্যমন্ত্রী-পুত্রের প্রেমে পড়েছিলেন, সংসার সামলাতে গিয়ে ছেড়েছিলেন রুপোলি দুনিয়া, জানেন কি সেই অভিনেত্রীর নাম?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আসলে ‘তুঝে মেরি কসম’ ছবির কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন রীতেশ জেনেলিয়া। প্রায় ৯ বছর ডেটিংয়ের পরে অবশেষে ছাদনাতলায় গিয়েছিলেন এই তারকা যুগল। বিয়ের পরে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এই তারকা দম্পতির জীবনে এসেছে তাঁদের দুই পুত্র।
advertisement
মাত্র ১৬ বছর বয়সে বলিউড অভিনেতা রীতেশ দেশমুখের বিপরীতে ‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয় করেছিলেন জেনেলিয়া। এদিকে রীতেশের বাবা তখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে। ফলে জেনেলিয়া প্রথম থেকে ভেবেই নিয়েছিলেন যে, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে তো, তাই হয়তো অহঙ্কারে মাটিতে পা পড়বে না রীতেশের’। কিন্তু একেবারে উল্টোটাই ছিলেন রীতেশ।
advertisement
আসলে ‘তুঝে মেরি কসম’ ছবির কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন রীতেশ জেনেলিয়া। প্রায় ৯ বছর ডেটিংয়ের পরে অবশেষে ছাদনাতলায় গিয়েছিলেন এই তারকা যুগল। বিয়ের পরে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন অভিনেত্রী। এই তারকা দম্পতির জীবনে এসেছে তাঁদের দুই পুত্র। এদিকে সংসার এবং সন্তানদের দেখভাল করার জন্য দশ বছরেরও বেশি সময় ধরে রুপোলি দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। তবে নিজের স্বামীর বিপরীতে অভিনয় করতে বছর দশেক পরে আবার এই জগতে প্রত্যাবর্তন করেছেন তিনি।
advertisement
দীর্ঘ বিরতির পর পর্দায় ফের জেনেলিয়াকে দেখার জন্য অত্যুৎসাহী তাঁর ভক্তরা। বলিউডে বহুলচর্চিত মিষ্টি জুটির মধ্যে অন্যতম রীতেশ-জেনেলিয়ার জুটি। আসলে যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় তাঁদের। শুধু তা-ই নয়, তাঁদের দুজনের রিলগুলিও তাঁদের মিষ্টি প্রেমের মতোই। এমনকী ইন্টারনেটে বহুবার ট্রেন্ডিংও হয়েছে তাঁদের রিল। রীতেশ-জেনেলিয়ার বিয়ের ১২ বছর কেটে গিয়েছে। তবে তাঁদের দাম্পত্য প্রেম একেবারে আগের মতোই রয়েছে। যা দেখে অবাক হন বি-টাউনের সকলে। এমনকী প্রচুর ভক্ত রয়েছে এই তারকা দম্পতির।
advertisement
অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা ছবির দুনিয়া থেকে বিরতি নিলেও সোশ্য়াল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাতায় এরই প্রমাণ পাওয়া যায়। বলিউডের এভারগ্রিন এই আদুরে মিষ্টি জুটি যেন তরুণ যুগলদের অনুপ্রেরণা জোগাচ্ছেন। এমনকী তাঁরা এক বড় সিদ্ধান্তও নিয়েছেন বলে খবর। আসলে এই তারকা দম্পতি মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। আর নিজেদের অঙ্গদানের এই সিদ্ধান্তের বিষয়ে অভিনেতা রীতেশ দেশমুখ বলেন যে, “আমাদের মৃত্যুর পরে কাউকে জীবন দান করার তুলনায় বিশ্বে সেরা উপহার আর কিছুই হতে পারে না।”