Ridhima Ghosh Pregnancy: সাদা-কালোয় গৌরব-ঋদ্ধিমা! 'তুমি আমি মিলে তিন'-এর গুনেই ম্যাজিক

Last Updated:
আজ হবু বাবা গৌরব স্ত্রীকে জড়িয়ে ধরে আরও একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সাদা কালোয় মজেছেন তাঁরা।
1/6
'হাতের উপর হাত রাখা সহজ নয়', চারিদিকে যখন বিবাহ বিচ্ছেদের খবর, তখন প্রায় ১৩ পার করে ফেলেছেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। নতুন বছরে তাঁরা দিয়েছেন সুখবর।
'হাতের উপর হাত রাখা সহজ নয়', চারিদিকে যখন বিবাহ বিচ্ছেদের খবর, তখন প্রায় ১৩ পার করে ফেলেছেন টলিউডের অন্যতম পাওয়ার কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। নতুন বছরে তাঁরা দিয়েছেন সুখবর।
advertisement
2/6
পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধিমা আর গৌরব ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প ছিল সুস্পষ্ট। স্ত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব। দুজনের মুখে মনখোলা হাসি।
পয়লা বৈশাখের দুপুরে ঋদ্ধিমা আর গৌরব ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। ছবিতে অভিনেত্রীর বেবি বাম্প ছিল সুস্পষ্ট। স্ত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে গৌরব। দুজনের মুখে মনখোলা হাসি।
advertisement
3/6
ছবির সঙ্গে ক্যাপশনে হবু মা লেখেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
ছবির সঙ্গে ক্যাপশনে হবু মা লেখেন, ‘মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।’
advertisement
4/6
৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের একাধিক ভালবাসার মুহূর্তের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। নানা জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে একসঙ্গে পর্দায় রোম্যান্স, তাঁরা যেন একে অপরের ছায়াসঙ্গী। আর এবার বাবা-মায়ের ভূমিকায় তাঁরা।
৭ বছরের প্রেম, ৬ বছরের সংসার জীবনের একাধিক ভালবাসার মুহূর্তের ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। নানা জায়গায় ঘুরে বেড়ানো থেকে শুরু করে একসঙ্গে পর্দায় রোম্যান্স, তাঁরা যেন একে অপরের ছায়াসঙ্গী। আর এবার বাবা-মায়ের ভূমিকায় তাঁরা।
advertisement
5/6
ঋদ্ধিমা শরীরে আসছে নানা রকমের পরিবর্তন। আর সেই সব কিছুটা হলেও ফ্রেমবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকা দম্পতি। সম্প্রতি অভিনেত্রী গর্ভের সন্তানের পেটে লাথি মারার কথা উল্লেখ্য করে একটি ছবি শেয়ার করেছিলেন।
ঋদ্ধিমা শরীরে আসছে নানা রকমের পরিবর্তন। আর সেই সব কিছুটা হলেও ফ্রেমবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তারকা দম্পতি। সম্প্রতি অভিনেত্রী গর্ভের সন্তানের পেটে লাথি মারার কথা উল্লেখ্য করে একটি ছবি শেয়ার করেছিলেন।
advertisement
6/6
আজ হবু বাবা গৌরব স্ত্রীকে জড়িয়ে ধরে আরও একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সাদা কালোয় মজেছেন তাঁরা। ঋদ্ধিমা পরেছেন কালো পোশাক, গৌরব সাদা। সঙ্গে ক্যাপশনে লেখা তুমি + আমি = তিন (You + me = three!), মানে তোমায় আমায় মিলেই সে, অর্থাৎ তাঁদের আগত সন্তান।
আজ হবু বাবা গৌরব স্ত্রীকে জড়িয়ে ধরে আরও একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সাদা কালোয় মজেছেন তাঁরা। ঋদ্ধিমা পরেছেন কালো পোশাক, গৌরব সাদা। সঙ্গে ক্যাপশনে লেখা তুমি + আমি = তিন (You + me = three!), মানে তোমায় আমায় মিলেই সে, অর্থাৎ তাঁদের আগত সন্তান।
advertisement
advertisement
advertisement