মন ছুঁয়ে যাওয়া পোস্টে প্রয়াত সিদ্ধার্থ শুক্লাকে স্মরণ করলেন গওহর খান ৷ তাঁদের দু’জনের একসঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি ৷ লিখেছেন, নিছক দর্শক থেকে তাঁর বন্ধু হয়ে উঠেছিলেন সিদ্ধার্থ ৷ সিদ্ধার্থের সঙ্গে যে মুহূর্তগুলি তিনি কাটিয়েছিলেন তাতে ধাপে ধাপে অভিনেতার ব্যক্তিত্ব তাঁর কাছে প্রকাশিত হয়েছে ৷ লিখেছেন গওহর ৷ কোমল হৃদয়, যত্নশীল, স্নেহপ্রবণ অথচ একরোখা সিদ্ধার্থ ছিলেন শিশুর মতো ৷ তাঁর দুষ্টুমির কথাও মনে পড়ছে গওহরের ৷ পাশাপাশি নিজের ভুল বুঝলে দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইতেও সিদ্ধার্থ ছিলেন দ্বিধাহীন ৷ সুদর্শন পুরুষের চেহারায় সিদ্ধার্থ আসলে শ্রেষ্ঠ শিশু ৷ মনে করেন গওহর ৷ সিদ্ধার্থ তাঁর সঙ্গে নিজের জীবনের অনেক কাহিনি ভাগ করে নিয়েছিলেন ৷ সেই গল্পগুলি তিনি মনে রাখবেন, জানিয়েছেন গওহর ৷ তবে গওহরের একটা আক্ষেপ রয়েই গেল ৷ তাঁর আন্তরিক ইচ্ছে, যদি সিদ্ধার্থের সঙ্গে আরও একটু বেশি সময় কাটাতে পারতেন ৷ যেখানেই থাকুন না কেন, সিদ্ধার্থ যেন হাসিমুখে থাকতে পারেন ৷ একান্ত প্রার্থনা গওহর খানের ৷