অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকা হিসেবে পরিচিত গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েস। সম্প্রতি সোনালি ব্যাকলেস টপে উষ্ণতা ছড়ালেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সোনালী রংয়ের এই খোলামেলা টপ এর সঙ্গে গ্যাব্রিয়েলা পড়েছেন সাদা রংয়ের একটি মিনি স্কার্ট।
ব্যাকলেস টপের ফাঁক থেকে উঁকি মারছে তাঁর মোলায়েম শরীরী চড়াই উতরাই। পোশাকের সঙ্গে নামমাত্র মেকআপ নজর কেড়েছে।
ডেনিম প্যান্ট এর সঙ্গে ক্রপ টপ। অর্জুন-বান্ধবীর মায়াবী ছবি সোশ্যাল মিডিয়ায় পারদ চড়িয়েছে।
প্রিন্টেড টপ এর সঙ্গে ব্রালেট। সমুদ্র সৈকতে ঝড় তুলেছেন গ্যাব্রিয়েলা।
স্পষ্ট টোনড অ্যাবস। গ্যাব্রিয়েলা এই লুকে যেন ফাশনিস্টা।
বালুকাবেলায় বেলা অবেলায়। কোয়ালিটি টাইম কাটাচ্ছেন গ্যাব্রিয়েলা। ক্যামেরার পিছনে কি অর্জুন?
কয়েক টুকরো কাপড় দিয়ে তৈরি পোশাক। শীতেও যেন আগুন ঝরাচ্ছেন গ্যাব্রিয়েলা।
ট্রাকসুট এর সঙ্গে কালো রংয়ের ক্রপ টপ পরেছেন গ্যাব্রিয়েলা। অর্জুন রামপালের সঙ্গে লিভইন সম্পর্কে আছেন তিনি।
অর্জুন এবং গ্যাব্রিয়েলার এক সন্তানও রয়েছে। দুজনেই প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন।
...