Singer: বাবা শিঙাড়া বিক্রি করতেন! প্রথম গানে মিলেছিল ৫০ টাকা, আজ গান প্রতি পারিশ্রমিক ১৫ লক্ষ! কে এই গায়িকা চিনতে পারছেন?

Last Updated:
Bollywood: প্রথম কাজের জগতে পা রাখেন, তখন এই শিল্পীর রোজগার ছিল দিনে ৫০ টাকা। বর্তমানে ৩৫ বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
1/9
*বাবা শিঙাড়া বিক্রি করতেন। দু-বেলা পেটপুরে খাওয়ার জন্য বহু কষ্ট করতে হয়েছে গোটা পরিবারকে। যখন প্রথম কাজের জগতে পা রাখেন, তখন এই শিল্পীর রোজগার ছিল দিনে ৫০ টাকা। বর্তমানে ৩৫ বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
*বাবা শিঙাড়া বিক্রি করতেন। দু-বেলা পেটপুরে খাওয়ার জন্য বহু কষ্ট করতে হয়েছে গোটা পরিবারকে। যখন প্রথম কাজের জগতে পা রাখেন, তখন এই শিল্পীর রোজগার ছিল দিনে ৫০ টাকা। বর্তমানে ৩৫ বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
advertisement
2/9
*অনেকেই মনে করেন খুব সহজেই গায়ক-গায়িকা বা অভিনেতা হওয়া যায়। তার জন্য তাদের কোনও কষ্ট করতে হয় না। কিন্তু তা মোটেও নয়। সাধারণ আর পাঁচজনের তুলনায় তাঁদের আরও অনেক বেশি কঠিন জীবনযাপন করতে হয়। তবে সকলের ক্ষেত্রে তা নয়, অনেকেই পরিবারের দৌলতে সাজানো জীবন পান, কিন্তু অনেকের ক্ষেত্রেই শূন্য থেকে নিজেদের জীবন শুরু করতে হয়।
*অনেকেই মনে করেন খুব সহজেই গায়ক-গায়িকা বা অভিনেতা হওয়া যায়। তার জন্য তাদের কোনও কষ্ট করতে হয় না। কিন্তু তা মোটেও নয়। সাধারণ আর পাঁচজনের তুলনায় তাঁদের আরও অনেক বেশি কঠিন জীবনযাপন করতে হয়। তবে সকলের ক্ষেত্রে তা নয়, অনেকেই পরিবারের দৌলতে সাজানো জীবন পান, কিন্তু অনেকের ক্ষেত্রেই শূন্য থেকে নিজেদের জীবন শুরু করতে হয়।
advertisement
3/9
*এই গায়িকা তেমনই একজন, যার ছোটবেলা গোলাপের পাঁপড়ি ছড়ানো ছিল না। অনেক কষ্ট করে নিজের জায়গা করে নিতে হয়েছে সঙ্গীতজগতে। বর্তমানে কোটি কোটি শ্রোতা তাঁর গান শোনার জন্য মুখিয়ে থাকেন। কেবল দেশে নয়, বিদেশেও বিখ্যাত হয়েছেন। খুব অল্প বয়স থেকেই গানের মাধ্যমে তাঁর রোজগার শুরু, পরিবারকে সাহায্য করেছে। এমনকি বিয়ের অনুষ্ঠানে গান গেয়েও সংসার চালিয়েছেন, কিন্তু আজ একটি গান গেয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন।
*এই গায়িকা তেমনই একজন, যার ছোটবেলা গোলাপের পাঁপড়ি ছড়ানো ছিল না। অনেক কষ্ট করে নিজের জায়গা করে নিতে হয়েছে সঙ্গীতজগতে। বর্তমানে কোটি কোটি শ্রোতা তাঁর গান শোনার জন্য মুখিয়ে থাকেন। কেবল দেশে নয়, বিদেশেও বিখ্যাত হয়েছেন। খুব অল্প বয়স থেকেই গানের মাধ্যমে তাঁর রোজগার শুরু, পরিবারকে সাহায্য করেছে। এমনকি বিয়ের অনুষ্ঠানে গান গেয়েও সংসার চালিয়েছেন, কিন্তু আজ একটি গান গেয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন।
advertisement
4/9
*আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, সকলের পছন্দের গায়িকা নেহা কক্কর। উত্তরাখণ্ডের ঋষিকেশে ৬ জুন ১৯৮৮ সালে জন্ম নেহার। পরবর্তীতে, তাঁর পরিবার ১৯৯০ এর দশকের গোড়ার দিকে দিল্লিতে চলে আসে তাঁর গানের স্বপ্ন পূরণের উদেশ্যে।
*আপনারা কি বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন, সকলের পছন্দের গায়িকা নেহা কক্কর। উত্তরাখণ্ডের ঋষিকেশে ৬ জুন ১৯৮৮ সালে জন্ম নেহার। পরবর্তীতে, তাঁর পরিবার ১৯৯০ এর দশকের গোড়ার দিকে দিল্লিতে চলে আসে তাঁর গানের স্বপ্ন পূরণের উদেশ্যে।
advertisement
5/9
*নেহা কক্করের যখন মাত্র চার বছর বয়স, তখন তিনি স্থানীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন। বলিউডে তাঁর যাত্রা সহজ ছিল না এবং তিনি সেখানে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম করেন।
*নেহা কক্করের যখন মাত্র চার বছর বয়স, তখন তিনি স্থানীয় অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করতে শুরু করেন। বলিউডে তাঁর যাত্রা সহজ ছিল না এবং তিনি সেখানে পৌঁছনোর জন্য কঠোর পরিশ্রম করেন।
advertisement
6/9
*ছোটবেলায় নেহা তার ভাই এবং বোন সোনু কক্কর এবং টনি কক্করের সাথে নবরাত্রির সময় চৌকিতে গান গাইতেন। একসময় ভজন গাওয়ার জন্য তিনি মাত্র ৫০ টাকা নিতেন আর আজ তাঁর পারিশ্রমিক গান প্রতি লক্ষাধিক। এখন মাত্র কয়েক মিনিটের গান গেয়ে তিনি লক্ষ লক্ষ পারিশ্রমিক নন।
*ছোটবেলায় নেহা তার ভাই এবং বোন সোনু কক্কর এবং টনি কক্করের সাথে নবরাত্রির সময় চৌকিতে গান গাইতেন। একসময় ভজন গাওয়ার জন্য তিনি মাত্র ৫০ টাকা নিতেন আর আজ তাঁর পারিশ্রমিক গান প্রতি লক্ষাধিক। এখন মাত্র কয়েক মিনিটের গান গেয়ে তিনি লক্ষ লক্ষ পারিশ্রমিক নন।
advertisement
7/9
*২০০৪ সালে নেহা ও তার ভাই টনি মুম্বইয়ে থাকতে শুরু করেন। দু-বছর পরে, আঠারো বছর বয়সে, তিনি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মরসুমের জন্য অডিশন দেন, তবে ভাগ্য সঙ্গ দেয়নি। তাই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান। তবে আজ নেহা কক্কর ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের মধ্যে একজন। শোনা যায়, নেহা কক্কর একটি গানের জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
*২০০৪ সালে নেহা ও তার ভাই টনি মুম্বইয়ে থাকতে শুরু করেন। দু-বছর পরে, আঠারো বছর বয়সে, তিনি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মরসুমের জন্য অডিশন দেন, তবে ভাগ্য সঙ্গ দেয়নি। তাই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান। তবে আজ নেহা কক্কর ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের মধ্যে একজন। শোনা যায়, নেহা কক্কর একটি গানের জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
advertisement
8/9
*ব্যক্তিগত জীবনের কথা বললে, নেহা কক্কর ২০১৪ সালে হিমাংশ কোহলির সঙ্গে ডেটিং শুরু করেন। দু'জনেই বাগদানও করেছিলেন এবং ২০১৮ সালে জাতীয় টেলিভিশনে প্রকাশ্যে তাদের বিয়ের ঘোষণা করেন। তবে মাত্র তিন মাসের মাথায় নেহা ইনস্টাগ্রামে শেয়ার করেন ব্রেকআপের কথা।
*ব্যক্তিগত জীবনের কথা বললে, নেহা কক্কর ২০১৪ সালে হিমাংশ কোহলির সঙ্গে ডেটিং শুরু করেন। দু'জনেই বাগদানও করেছিলেন এবং ২০১৮ সালে জাতীয় টেলিভিশনে প্রকাশ্যে তাদের বিয়ের ঘোষণা করেন। তবে মাত্র তিন মাসের মাথায় নেহা ইনস্টাগ্রামে শেয়ার করেন ব্রেকআপের কথা।
advertisement
9/9
*অল্প সময়ের মধ্যেই, নেহা চণ্ডীগড়ে পঞ্জাবি সংগীত শিল্পী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২০ সালের ২৪ অক্টোবর নয়াদিল্লির গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন তাঁরা।
*অল্প সময়ের মধ্যেই, নেহা চণ্ডীগড়ে পঞ্জাবি সংগীত শিল্পী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২০ সালের ২৪ অক্টোবর নয়াদিল্লির গুরুদ্বারে গাঁটছড়া বাঁধেন তাঁরা।
advertisement
advertisement
advertisement