Singer: বাবা শিঙাড়া বিক্রি করতেন! প্রথম গানে মিলেছিল ৫০ টাকা, আজ গান প্রতি পারিশ্রমিক ১৫ লক্ষ! কে এই গায়িকা চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bollywood: প্রথম কাজের জগতে পা রাখেন, তখন এই শিল্পীর রোজগার ছিল দিনে ৫০ টাকা। বর্তমানে ৩৫ বছর বয়সী সেই বিখ্যাত গায়িকা একটি গানের জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
advertisement
*অনেকেই মনে করেন খুব সহজেই গায়ক-গায়িকা বা অভিনেতা হওয়া যায়। তার জন্য তাদের কোনও কষ্ট করতে হয় না। কিন্তু তা মোটেও নয়। সাধারণ আর পাঁচজনের তুলনায় তাঁদের আরও অনেক বেশি কঠিন জীবনযাপন করতে হয়। তবে সকলের ক্ষেত্রে তা নয়, অনেকেই পরিবারের দৌলতে সাজানো জীবন পান, কিন্তু অনেকের ক্ষেত্রেই শূন্য থেকে নিজেদের জীবন শুরু করতে হয়।
advertisement
*এই গায়িকা তেমনই একজন, যার ছোটবেলা গোলাপের পাঁপড়ি ছড়ানো ছিল না। অনেক কষ্ট করে নিজের জায়গা করে নিতে হয়েছে সঙ্গীতজগতে। বর্তমানে কোটি কোটি শ্রোতা তাঁর গান শোনার জন্য মুখিয়ে থাকেন। কেবল দেশে নয়, বিদেশেও বিখ্যাত হয়েছেন। খুব অল্প বয়স থেকেই গানের মাধ্যমে তাঁর রোজগার শুরু, পরিবারকে সাহায্য করেছে। এমনকি বিয়ের অনুষ্ঠানে গান গেয়েও সংসার চালিয়েছেন, কিন্তু আজ একটি গান গেয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
*২০০৪ সালে নেহা ও তার ভাই টনি মুম্বইয়ে থাকতে শুরু করেন। দু-বছর পরে, আঠারো বছর বয়সে, তিনি ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় মরসুমের জন্য অডিশন দেন, তবে ভাগ্য সঙ্গ দেয়নি। তাই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যান। তবে আজ নেহা কক্কর ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কদের মধ্যে একজন। শোনা যায়, নেহা কক্কর একটি গানের জন্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন।
advertisement
advertisement