১২ সপ্তাহ ধরে হলে কোনও দর্শক নেই, নায়কের এই কাজেই ছবি সুপারহিট হয়, কোন সিনেমা জানেন?
- Published by:Siddhartha Sarkar
- trending-desk
Last Updated:
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই ঘটনার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
advertisement
advertisement
শুধু একটা কাজ। আর তাতেই সিনেমা হলের সামনে লম্বা লাইন। প্রযোজকের ঘরেও পুরো টাকা উঠে আসে। সবচেয়ে বড় কথা হল, এই ছবি সেই নায়কের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ছবির নাম ‘ফর্জ’। নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন জিতেন্দ্র। এছাড়া ছিলেন ববিতা কাপুর, অরুনা ইরানি, কাঞ্চন সজ্জন, মনোহর দীপকের মতো নামী অভিনেতারা। ঢাকঢোল পিটিয়েই মুক্তি পেয়েছিল ‘ফর্জ’। কিন্তু প্রাথমিকভাবে দর্শকের মন জয় করতে পারেনি। (Photo: Collected)
advertisement
advertisement
IMDb-এর পরিসংখ্যান অনুযায়ী, টানা ১২ সপ্তাহ খুব খারাপ পারফরম্যান্স ছিল। প্রায় ৩ মাস হলে লোক আসেনি। ১২ তম সপ্তাহে জিতেন্দ্র নিজের টাকায় সব টিকিট কেনে নেন। সিনেমা হলেও মালিকরা যেন স্ক্রিন থেকে ছবিটা সরিয়ে না দেন এটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু এতে কী হবে?জিতেন্দ্র বিশ্বাস করতেন, কোনও সিনেমা যদি ১৫ সপ্তাহ হলে চলে, তাহলে সেটা হিট হবেই। এই বিশ্বাস থেকেই সব টিকিট কিনে নিয়েছিলেন তিনি। বলা যায়, একরকম জুয়াই খেলেছিলেন তিনি। কিন্তু সেটা কাজে লেগে যায়।
advertisement
কিছুদিনের মধ্যেই ছবিটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং ব্লকবাস্টার হয়। ১৯৬৭ সালে রেকর্ড আয় করা তৃতীয় ছবি ছিল ফর্জ।এই ছবির সাফল্য জিতেন্দ্রর কেরিয়ারেও অক্সিজেন যোগায়। তাঁর অন্য রকমের নাচের স্টাইলের জন্য ‘জাম্পিং জ্যাক’ বলে ডাকা হতে থাকে তাঁকে। মজার বিষয় হল, এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শশী কাপুর এবং তারপর মনোজ কুমারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। দুজনেই ছবিটি ফিরিয়ে দেন।