Farah Khan: ‘৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব...’, কপিলের শো-তে মনের কথা বললেন ফারাহ
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও।
advertisement
advertisement
না, সংসারের প্রতি বীতশ্রদ্ধ নন ফারাহ। আসলে কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, “কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন”? ফারাহর এই প্রশ্নের উত্তরেই হেসে ফেলেন সবাই। ফারাহ বলেন, “৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব”। তখন অর্চনা পুরন সিং বলেন, “স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না”।
advertisement
advertisement
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে। ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাঁদের তিন সন্তান। সব মিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি। এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রয়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।