#মুম্বই: প্রত্যুষা গারিমেলা (Prathyusha Garimella) বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করা ফ্যাশন ডিজাইনর৷ জ্যাকলিন ফার্নান্ডেজ, পরিণীতি চোপড়া, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন, রবিনা ট্যান্ডন, নেহা ধুপিয়া, নুসরত ভারুচা, জুহি চাওলার মতো সেলেব অভিনেত্রীরা তাঁর ব্র্যান্ডের পোশাক হামেশাই পরে থাকেন৷ এহেন সেলেব ডিজাইনরকে নিজের বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যাওয়ায় জোর শোরগোল৷ পুলিশ দেহ উদ্ধার করে তদন্তে নেমে একের পর এক তথ্য সূত্র উদ্ধার করেছে৷
বানজরা হিলসের সার্কেল ইন্সপেক্টর তাঁর রহস্যজনক মৃত্যু কেস দায়ের করেছে৷ পাশাপাশি মৃতা ফ্যাশন ডিজাইনরের পরিবারকে খবর দেওয়া হয়েছে৷ ৩৫ বছরের ফ্যাশন ডিজাইনর প্রতূষা গারিমেলা শনিবার দুপুরে সিকিউরিটি চেকের কোনও উত্তর দেননি৷ তখনই তাঁর গার্ড পুলিশকে খবর দেয়৷ তাঁরা এসে দরজা ভেঙে বাথরুম থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে৷
বাথরুমে তিনি কয়লা আর স্টিম নিচ্ছিলেন৷ এরকম এক পরিস্থিতি হল তা নিয়ে অবশ্য পুলিশ বিস্তারিত কিছু জানাতে চাইনি৷ তবে বেডরুমে কার্বন মনো অক্সাইডের শিশি নিয়েও ধন্ধে পুলিশ৷ ওয়াকিবহাল মহল সূত্রে খবর বেশ কিছু সময় ধরে প্রত্যূষা ডিপ্রেশনের শিকার৷ তিনি এই জন্যে ট্রিটমেন্টের মধ্যে দিয়েও যাচ্ছিলেন৷ পুলিশ এই আজব মৃত্যুর সমস্ত দিকেই খতিয়ে দেখছে৷