Evelyn Sharma: মেয়েকে স্তন্যপান করানোর ছবি পোস্ট, বিতর্কের মুখে অভিনেত্রী ইভিলিন শর্মা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মেয়ে আভাকে স্তন্যপান কারনোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ইভিলিন শর্মা, জানিয়েছেন, এটাই এখন আমার সবসময়ের কাজ
advertisement
ইভিলিনের মেয়ে আভা। সন্তানকে সন্ত্যপান কারানোর ছবি পোস্ট করারয় বহুবার নেটিজেনদের সমালোচনা ও বিতর্কের সম্মুখীন হতে হয় রণবীর কাপুরের ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির অন্যতম অভিনেত্রী ইভিলিন-কে। কিন্রু সে-সবকে বিন্দুমাত্র পাত্তা দেন না অভিনেত্রী! স্পষ্টা জানান, ' স্তন্যপান করানোর ছবির মধ্যে একদিকে যেমন ফুটে ওঠে মায়ের সন্তানের প্রতি দুর্বলতা, অন্যদিকে ফুটে ওঠে একজন মায়ের অপার শক্তি।''
advertisement
প্রকাশ্যে স্তন্যপান করানোর ছবি পোস্ট করবার জেরে দিন কয়েক আগেই নেটিজেনের ট্রোলের মুখে পড়েছিলেন ইভিলিন। খারাপভাবে ট্রোল করা হয়েছিল তাঁকে। কেউ লিখেছেন, ‘এটা কোনও দেখানোর বিষয় নয়'। কেউ কেউ বলেছেন, ‘মানুষের ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত প্রকাশ্যে না তুলে ধরাই উচিত’। নেটিজেনদের ট্রোলের পালটা প্রশ্ন অভিনেত্রীর, 'একজন নারীর যখন স্তন আছে, তখন সেটাকে নিয়ে এত লজ্জা কিসের? স্তন্যপান করানো খুব সুন্দর একটা বিষয়,খুব স্বাভাবিক শারীরবৃত্তীয় ঘটনা, এতে মা সুস্থও থাকেন।''
advertisement
advertisement
advertisement
গত বছর ১৪ মে ব্রিসবানে অস্ট্রেলিয়ার বাসিন্দা, পেশায় দাঁতের ডাক্তার তুষাণ ভিন্দিকে বিয়ে করেন ইভিলিন শর্মা। বিয়ের দু-মাসের মাথায় তিনি জানান, মা হতে চলেছেন। ২০১২ সালে ‘ফর্ম সিডনি উইথ লাভ’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইভিলিন। এরপর ‘নটঙ্কি শালা’, ‘মেয় তেরা হিরো’, ‘ইয়ারিয়াঁ’র মতো ছবিতে অভিনয় করেছেন। শেষবার ‘সাহু’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।