Shilpa Shetty-Raj Kundra: দরজা খুলতেই সর্বনাশ! কাকভোরে শিল্পার বাড়িতে হানা দিল ED, আবারও কি পর্ন কেলেঙ্কারিতে জড়াল রাজ? আসল ব্যাপারটা কী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shilpa Shetty-Raj Kundra: ফের শিরানামে বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী শিল্পা শেট্টি৷ মানি লন্ডারিং মামলায় শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার বাড়িতে হানা দিল ইডি। শিল্পার স্বামীর বাড়ি-সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজ কুন্দ্রা 'হটশটস' অ্যাপের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের ভিডিও স্ট্রিম করেছিলেন, যা অ্যাপল এবং গুগল তাদের নিজ নিজ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে। রাজ নামের একটি ব্রিটিশ কোম্পানি এই অ্যাপের মাধ্যমে অ্যাডাল্ট কন্টেন্ট বিক্রি করত, যা সাবস্ক্রিপশন ভিত্তিক ছিল। আইটি ডিরেক্টর রায়ান থর্প অ্যাপটির ক্রিয়াকলাপ এবং আর্থিক লেনদেন তদারকি করেন। রাজ জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন যে তিনি ২০১৯ সালে মার্কিন ডলার ২৫,০০০ ডলারে 'হটশটস' বিক্রি করেছিলেন এবং আর্মস প্রাইম মিডিয়া প্রতিষ্ঠা করেছিলেন।