Durnibar Saha: বড়সড় বিপাকে দুর্নিবার! ছেলের বাবা হতেই কোন বিপদ ঘনিয়ে এল গায়কের জীবনে?

Last Updated:
Durnibar Saha: ৪ ফেব্রুয়ারী ছেলে হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুর্নিবার৷ তবে বাবা হতে না হতেই এবার চরম বিপাকে পড়লেন গায়ক৷
1/6
গত বছরেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দুর্নিবার সাহা৷ ৯ মার্চ ঘটা করে মোহরের সঙ্গেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক দুর্নিবার সাহা৷
গত বছরেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন দুর্নিবার সাহা৷ ৯ মার্চ ঘটা করে মোহরের সঙ্গেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গায়ক দুর্নিবার সাহা৷
advertisement
2/6
বিয়ের ৭ মাসের মধ্যেই মা হওয়ার সুখবর দেন ঐন্দ্রিলা ও দুর্নিবার৷ এবার বাবা হলেন দুর্নিবার সাহা৷
বিয়ের ৭ মাসের মধ্যেই মা হওয়ার সুখবর দেন ঐন্দ্রিলা ও দুর্নিবার৷ এবার বাবা হলেন দুর্নিবার সাহা৷
advertisement
3/6
বিয়ের ১ বছর হওয়ার আগে কোল আলো করে এসেছে প্রথম সন্তান৷ ৪ ফেব্রুয়ারী ছেলে হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুর্নিবার৷ তবে বাবা হতে না হতেই এবার চরম বিপাকে পড়লেন গায়ক৷
বিয়ের ১ বছর হওয়ার আগে কোল আলো করে এসেছে প্রথম সন্তান৷ ৪ ফেব্রুয়ারী ছেলে হওয়ার সুখবর ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুর্নিবার৷ তবে বাবা হতে না হতেই এবার চরম বিপাকে পড়লেন গায়ক৷
advertisement
4/6
বাবা হওয়ার সুখবর জানাতে সুন্দর একটি কার্ড পোস্ট করেছিলেন দুর্নিবার৷ যেখানে লেখা ছিল-'আমরা কখনও ভাবিনি একটা কান্না এত খুশি দেবে আমাদের৷ ছেলে হয়েছে৷ এখন আমরা তিনজন হলাম৷' এই পোস্টে সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দেন৷
বাবা হওয়ার সুখবর জানাতে সুন্দর একটি কার্ড পোস্ট করেছিলেন দুর্নিবার৷ যেখানে লেখা ছিল-'আমরা কখনও ভাবিনি একটা কান্না এত খুশি দেবে আমাদের৷ ছেলে হয়েছে৷ এখন আমরা তিনজন হলাম৷' এই পোস্টে সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দেন৷
advertisement
5/6
ছেলের সুখবর পোস্টের পরই একটি ভিডিও পোস্ট করেন দুর্নিবার৷ তার কারণেই চরম বিপাকে পড়েছেন তিনি৷ ভিডিওটি হাসপাতালের ভিতর থেকে তোলা হয়েছিল৷ যেখানে দেখা গেছিল, পরপর শিশুরা শুয়ে রয়েছে, বেশ কয়েকজনের মুখ জুম করেও দেখান অভিনেতা৷ ক্যাপশনে লেখা ছিল হীরক রাজা ও রানিরা৷
ছেলের সুখবর পোস্টের পরই একটি ভিডিও পোস্ট করেন দুর্নিবার৷ তার কারণেই চরম বিপাকে পড়েছেন তিনি৷ ভিডিওটি হাসপাতালের ভিতর থেকে তোলা হয়েছিল৷ যেখানে দেখা গেছিল, পরপর শিশুরা শুয়ে রয়েছে, বেশ কয়েকজনের মুখ জুম করেও দেখান অভিনেতা৷ ক্যাপশনে লেখা ছিল হীরক রাজা ও রানিরা৷
advertisement
6/6
দুর্নিবারের এই ভিডিও দেখে প্রবল আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ৷ কারণ প্রথমত শিশুবিভাগের ঝলক এবং শিশুদের ভিডিও মা-বাবার অনুমতিতে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে৷ তারপর বিতর্ক বাড়তেই তড়িঘড়ি পোস্ট মুছেও দেন গায়ক৷
দুর্নিবারের এই ভিডিও দেখে প্রবল আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ৷ কারণ প্রথমত শিশুবিভাগের ঝলক এবং শিশুদের ভিডিও মা-বাবার অনুমতিতে দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে৷ তারপর বিতর্ক বাড়তেই তড়িঘড়ি পোস্ট মুছেও দেন গায়ক৷
advertisement
advertisement
advertisement