Durga Pujo 2023: রানি থেকে অমিতাভ! তারকাদের দেখা মেলে এইসব প্যাণ্ডেলে, মুম্বইয়ের সেরা ৫ পুজোর তালিকা

Last Updated:
কলকাতার পাশাপাশি মুম্বইতেও বেশ কয়েকটি বড় প‍্যাণ্ডেলে ধুমধাম করে পুজো হয়। সেইসব প‍্যাণ্ডেলে থাকে তারকাদের দর্শনও মেলে।
1/6
পুজো মানেই কিন্তু শুধুমাত্র কলকাতা বা বাংলা নয়। কলকাতার পাশাপাশি মুম্বইতেও বেশ কয়েকটি বড় প‍্যাণ্ডেলে ধুমধাম করে পুজো হয়। সেইসব প‍্যাণ্ডেলে থাকে তারকাদের দর্শনও মেলে। মুম্বইয়ের এমনই কয়েকটি প‍্যাণ্ডেলের সন্ধান রইল এই প্রতিবেদনে।
পুজো মানেই কিন্তু শুধুমাত্র কলকাতা বা বাংলা নয়। কলকাতার পাশাপাশি মুম্বইতেও বেশ কয়েকটি বড় প‍্যাণ্ডেলে ধুমধাম করে পুজো হয়। সেইসব প‍্যাণ্ডেলে থাকে তারকাদের দর্শনও মেলে। মুম্বইয়ের এমনই কয়েকটি প‍্যাণ্ডেলের সন্ধান রইল এই প্রতিবেদনে।
advertisement
2/6
১.নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পূজা সমিতি, জুহু  নর্থ বম্বে সর্বজনীন দুর্গোত্‍সব দেশবাসীর কাছে ‘মুখার্জিবাড়ির পুজো’ নামেই পরিচিত। রানি কাজলের বাড়ির এই পুজোতে থাকে তারকাদের ভিড়। লাইমলাইট ছেড়ে রানি কাজলও বাঙালি কন‍্যা হয়ে সামিল হন নিজেদের বাড়ির পুজোতে। এবার ৫৭ বছরে পা দিল জুহুর এই বিখ‍্যাত দুর্গাপুজো।
১.নর্থ বম্বে সর্বজনীন দুর্গা পূজা সমিতি, জুহু নর্থ বম্বে সর্বজনীন দুর্গোত্‍সব দেশবাসীর কাছে ‘মুখার্জিবাড়ির পুজো’ নামেই পরিচিত। রানি কাজলের বাড়ির এই পুজোতে থাকে তারকাদের ভিড়। লাইমলাইট ছেড়ে রানি কাজলও বাঙালি কন‍্যা হয়ে সামিল হন নিজেদের বাড়ির পুজোতে। এবার ৫৭ বছরে পা দিল জুহুর এই বিখ‍্যাত দুর্গাপুজো।
advertisement
3/6
২.লোখান্ডওয়ালা দুর্গোত্‍সব  বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী অভিজিত্‍ ভট্টাচার্য এই পুজোর আয়োজক। বিগত ২৬ বছর ধরে অভিজিত্‍ মহাসমারোহে লোখান্ডওয়ালাতে দুর্গাপুজো করে আসছেন। এই প‍্যাণ্ডেলের ঢাকের তালে ধুনুচি নাচ বিখ‍্যাত। মুম্বইয়ের অন‍্যান‍্য প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পীদেরও দেখা মেলে এই পুজোতে।
২.লোখান্ডওয়ালা দুর্গোত্‍সব বলিউডের অন‍্যতম প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী অভিজিত্‍ ভট্টাচার্য এই পুজোর আয়োজক। বিগত ২৬ বছর ধরে অভিজিত্‍ মহাসমারোহে লোখান্ডওয়ালাতে দুর্গাপুজো করে আসছেন। এই প‍্যাণ্ডেলের ঢাকের তালে ধুনুচি নাচ বিখ‍্যাত। মুম্বইয়ের অন‍্যান‍্য প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পীদেরও দেখা মেলে এই পুজোতে।
advertisement
4/6
 ৩.বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়ের দুর্গাপুজো, জুহু বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বহুদিন ধরেই মুম্বইবাসী৷ তিনিও ধুমধাম করে আয়োজন করেন দুর্গাপুজোর৷ বাবার পুজোয় হাত লাগান ছেলে প্রসেনজিতও৷ হৃত্বিক রোশন এবং তাঁর বাবা রাকেশ রোশনকে প্রায় প্রতি বছর এই প্যাণ্ডেলে দেখা যায়৷
৩.বিশ্বজিত্‍ চট্টোপাধ্যায়ের দুর্গাপুজো, জুহু বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বহুদিন ধরেই মুম্বইবাসী৷ তিনিও ধুমধাম করে আয়োজন করেন দুর্গাপুজোর৷ বাবার পুজোয় হাত লাগান ছেলে প্রসেনজিতও৷ হৃত্বিক রোশন এবং তাঁর বাবা রাকেশ রোশনকে প্রায় প্রতি বছর এই প্যাণ্ডেলে দেখা যায়৷
advertisement
5/6
৪. রামকৃষ্ণ মঠ এবং মিশন, খার রামকৃষ্ণ মঠের এই পুজোতে বচ্চন পরিবারের সদস্যদের দেখা যায়৷ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনদের সঙ্গে পরিবারের বর্তমান প্রজন্ম আরাধ্যাও উপস্থিত থাকে৷
৪. রামকৃষ্ণ মঠ এবং মিশন, খার রামকৃষ্ণ মঠের এই পুজোতে বচ্চন পরিবারের সদস্যদের দেখা যায়৷ অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনদের সঙ্গে পরিবারের বর্তমান প্রজন্ম আরাধ্যাও উপস্থিত থাকে৷
advertisement
6/6
৫. কুমার শানুর লোখান্ডওয়ালা পুজো, লোখাণ্ডওয়ালা বলিউডের আর এক শিল্পী কুমার শানু এই পুজোর উদ্যোক্তা৷ লোখান্ডওয়ালার এই পুজোও থাকে তারকাখচিত৷
৫. কুমার শানুর লোখান্ডওয়ালা পুজো, লোখাণ্ডওয়ালা বলিউডের আর এক শিল্পী কুমার শানু এই পুজোর উদ্যোক্তা৷ লোখান্ডওয়ালার এই পুজোও থাকে তারকাখচিত৷
advertisement
advertisement
advertisement