এই ঘটনার সূচনায় যাওয়া যাক। আশনীর তাঁর এক বন্ধুর সঙ্গে বিয়ে নিয়ে ঠাট্টা করতে গিয়ে বিপাকে পড়েন। সেই বন্ধু তাঁর নিজের বিয়ের কথা বলতে গিয়ে বলেন, কিয়ারাই তাঁর জন্য আদর্শ কনে। এ কথা শোনার পর মজা করে আশনীর বলেন, "আজকাল বাজারে কী হচ্ছে জানো না! আমার যদি এখন বিয়ে হত, তাহলে কনে হতেন কিয়ারা।"