সম্পর্কে তিনি দিব্যা ভারতীর (Divya Bharti) বোন। একেবারে প্রয়াত অভিনেত্রীর মতোই দেখতে তাঁকে। তামিল, মালায়ালম ও পাঞ্জাবি সিনেমায়য় অভিনয় করেছেন দিব্যা ভারতীর বোন কায়নাত অরোরা। প্রয়াত অভিনেত্রী দিব্যা ভারতীর তুতো বোন কায়নাত অরোরা। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল মধুর। অনেকেই বলেন, দিব্যা ভারতীর সঙ্গে চেহারার অনেকটাই মিল রয়েছে কায়নাত অরোরার। অক্ষয় কুমার অভিনীত সিনেমা খাট্টা-মিঠায় দেখা গিয়েছিল কায়নাত অরোরাকে। ইনস্টাগ্রামে কায়নাত অরোরার ফলোয়ার্স ২০ লাখের বেশি।