রানি রাসমণি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের রানি মা এবং রামকৃষ্ণই মুখ্য চরিত্র। তাঁদের দেখার জন্য সকলেই অপেক্ষায় থাকেন। রামকৃষ্ণের চরিত্রে কয়েকদিনের মধ্যেই সকলের প্রিয় হয়ে উঠেছেন অভিনেতা সৌরভ দাস। আর রানি মার চরিত্রে দিতিপ্রিয়া তো সব সময় সকলের প্রিয়। আজ তাঁরা একসঙ্গে মেতে উঠলেন রঙ খেলায়। রঙ খেলার পর সেটের সকলে মিলে ছাদে জমিয়ে পিকনিকও করলেন। রানি মার নাত-জামাই। হৃদে সকলকেই দেখা গেল এই রঙের উৎসবে। দিতিপ্রিয়া ও সৌরভের পরিবারও সঙ্গে ছিলেন এই রঙের উৎসবে।