DDLJ-র রাজ-সিমরন জুটি আজও অমর হয়ে রয়েছে...কিন্তু শাহরুখ নয়, ‘রাজ’ চরিত্রটি করার কথা ছিল এই অভিনেতার!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Dilwale Dulhania Le Jayenge truth: অনেকেই হয়তো জানেন না যে, এই ছবির জন্য ‘রাজ’ চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ কিন্তু শাহরুখ খান ছিলেন না। আজ সেই গল্পই বলা যাক।
বলাই বাহুল্য যে, বি-টাউনে রীতিমতো ইতিহাস গড়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আর তার সঙ্গে সঙ্গে অমর হয়ে রয়েছে রাজ-সিমরনের প্রেম কাহিনীও। ১৯৯৫ সালে ছবিটি মুক্তি পেলেও পরবর্তী প্রজন্মও কিন্তু এই ছবিকে সমান ভালবাসা দিয়ে গ্রহণ করেছে। এমনকী অমরীশ পুরির সেই কালজয়ী ডায়লগ ‘জা সিমরন জা, জি লে আপনি জিন্দেগি’ আজও লোকের মুখে মুখে ফেরে! Photo Courtesy: Yash Raj Films
advertisement
এ-হেন ছবির প্রতিটি দৃশ্যও যেন এখনও ভক্তদের মনে তরতাজা হয়ে রয়েছে। আর এই ছবির পর থেকে শাহরুখ-কাজল জুটির প্রতি ভক্তদের ভালবাসা উপচে পড়েছিল। আর সব থেকে বড় কথা হল, বলিউড পেয়েছিল তার ‘রোম্যান্স কিং’-কে। অথচ অনেকেই হয়তো জানেন না যে, এই ছবির জন্য ‘রাজ’ চরিত্রে পরিচালকের প্রথম পছন্দ কিন্তু শাহরুখ খান ছিলেন না। আজ সেই গল্পই বলা যাক।
advertisement
আদতে ছবির নায়ক ‘রাজ’-এর ভূমিকায় পরিচালক আদিত্য চোপড়ার প্রথম পছন্দই ছিলেন সইফ আলি খান। কিন্তু সইফ এই চরিত্রটি করতে রাজি হননি। তবে যদি অভিনেতা ওই চরিত্রটি করতে রাজি হতেন, তা-হলে হয়তো শাহরুখের বদলে আজ তিনিই হতেন বলিউডের ‘রোম্যান্স কিং’। সইফকে নেওয়ার কথা ভাবা হয়েছিলে, কারণ তাঁর বাচনভঙ্গি এবং উচ্চারণের ধরন।
advertisement
advertisement
সইফ আলি খান রাজি না-হওয়ায় এর পর পরিচালক শাহরুখের কাছে যান। আর এর পরের গল্প তো সকলেরই জানা! ছবির চরিত্রটির কথা শুনে তা করতে রাজি হয়ে যান শাহরুখ। আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন ‘রাজ’ শাহরুখ। এমনকী ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবি মুক্তি পাওয়ার পরে বহু তরুণীই রাজের মতো প্রেমিক পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকতেন।