Salman Khan First Salary : করতে হয়েছিল 'এই' কাজও...! পারিশ্রমিক ছিল ১০০ টাকারও কম, কী করেছিলেন সলমন? ফাঁস সত্য

Last Updated:
Salman Khan First Salary: কঠোর পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় পৌঁছেছেন ভাইজান৷ অভিনেতার সফল কেরিয়ারের আসল রহস্য অনেকেই জানেন না৷
1/6
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে বলিউড অভিনেতা সলমন খানের। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ ভাইজান।
বি-টাউনে একের পর এক অভিনেত্রীর সঙ্গে বারবার নাম জড়িয়েছে বলিউড অভিনেতা সলমন খানের। নিজের ব্যক্তিগত জীবন মিডিয়া এবং জনসাধারণের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেও ব্যর্থ ভাইজান।
advertisement
2/6
ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলছে। ফের শিরনামে উঠে এলেন সলমন খান৷
ব্যক্তিগত কারণেই হোক কিংবা সিনেমার জন্যই হোক সর্বদাই লাইমলাইটের শীর্ষে থাকেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার চিরকুমারকে নিয়ে চর্চা সবসময়েই চলছে। ফের শিরনামে উঠে এলেন সলমন খান৷
advertisement
3/6
কেরিয়ারের শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল ভাইজানকে৷ কঠোর পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় পৌঁছেছেন ভাইজান৷ অভিনেতার সফল কেরিয়ারের আসল রহস্য অনেকেই জানেন না৷
কেরিয়ারের শুরুতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল ভাইজানকে৷ কঠোর পরিশ্রমের ফলেই আজ এই জায়গায় পৌঁছেছেন ভাইজান৷ অভিনেতার সফল কেরিয়ারের আসল রহস্য অনেকেই জানেন না৷
advertisement
4/6
অভিনয়ে আসার আগে মুম্বইয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলমন খান৷ এটাই ছিল তাঁর প্রথম চাকরি৷ তাজ হোটেলে শো-তে নাচ করেই প্রথম উপার্জন করেছিলেন৷ জীবনের প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকারও কম৷
অভিনয়ে আসার আগে মুম্বইয়ে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সলমন খান৷ এটাই ছিল তাঁর প্রথম চাকরি৷ তাজ হোটেলে শো-তে নাচ করেই প্রথম উপার্জন করেছিলেন৷ জীবনের প্রথম পারিশ্রমিক পেয়েছিলেন ১০০ টাকারও কম৷
advertisement
5/6
সলমন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমার প্রথম উপার্জন ছিল ৭৫ টাকার মতো৷ তাজ হোটেলের একটি শো-তে নেচেছিলাম৷ আমার এক বন্ধু তাজ-এ নাচতে গিয়েছিল, আমাকেও নিয়ে গিয়েছিল৷ সেটাই ছিল প্রথম কাজের পারিশ্রমিক৷
সলমন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমার প্রথম উপার্জন ছিল ৭৫ টাকার মতো৷ তাজ হোটেলের একটি শো-তে নেচেছিলাম৷ আমার এক বন্ধু তাজ-এ নাচতে গিয়েছিল, আমাকেও নিয়ে গিয়েছিল৷ সেটাই ছিল প্রথম কাজের পারিশ্রমিক৷
advertisement
6/6
সলমন আরও জানান, তারপর প্রায় অনেকদিন ১৫০০ টাকা করে নিতাম আমি৷ ম্যায়নে পেয়ার কিয়া ছবির সময় ৩১ হাজার টাকা পেয়েছিলাম৷ এবং পরে সেটা ৭৫ হাজার টাকায় পৌঁছেছিল৷ বর্তমানে বলিউডের টপমোস্ট অভিনেতাদের মধ্যে একজন  হলেন সলমন খান৷
সলমন আরও জানান, তারপর প্রায় অনেকদিন ১৫০০ টাকা করে নিতাম আমি৷ ম্যায়নে পেয়ার কিয়া ছবির সময় ৩১ হাজার টাকা পেয়েছিলাম৷ এবং পরে সেটা ৭৫ হাজার টাকায় পৌঁছেছিল৷ বর্তমানে বলিউডের টপমোস্ট অভিনেতাদের মধ্যে একজন হলেন সলমন খান৷
advertisement
advertisement
advertisement