Salman Khan: হাতে সিগারেট, ছবি ফাঁস হতেই তোলপাড়! তবে কি 'বিগ বস' ছাড়ছেন সলমন? ফাঁস সত্যি

Last Updated:
1/5
সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে থাকে দর্শকদের৷  সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন৷ যেখানে সঞ্চালনা করছেন সলমন খান৷ এবার বিগ বসের ঘরে এমন এক কান্ড ঘটালেন যা নিয়ে জোর জল্পনা শুরু  হয়েছে৷
সলমন খানের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে থাকে দর্শকদের৷ সম্প্রতি শুরু হয়েছে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন৷ যেখানে সঞ্চালনা করছেন সলমন খান৷ এবার বিগ বসের ঘরে এমন এক কান্ড ঘটালেন যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷
advertisement
2/5
কিছুদিন আগে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে সিগারেট হাতে সঞ্চালনা করতে দেখা যায় সলমন খানকে৷ নিমেষের মধ্যে এই ছবি ভাইরাল হয়েছে  নেটদুনিয়ায়৷ তারপর থেকে কটাক্ষের মুখে পড়েন সলমন৷
কিছুদিন আগে বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে সিগারেট হাতে সঞ্চালনা করতে দেখা যায় সলমন খানকে৷ নিমেষের মধ্যে এই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ তারপর থেকে কটাক্ষের মুখে পড়েন সলমন৷
advertisement
3/5
সিগারেট হাতে সলমনের শো-এর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনায় শোনা যাচ্ছে, সমালোচনার জন্যই নাকি বিগবস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা৷  সত্যিই কি ছেড়ে দিচ্ছেন ভাইজান? এবার ফাঁস হল আসল সত্যি৷
সিগারেট হাতে সলমনের শো-এর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনায় শোনা যাচ্ছে, সমালোচনার জন্যই নাকি বিগবস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা৷ সত্যিই কি ছেড়ে দিচ্ছেন ভাইজান? এবার ফাঁস হল আসল সত্যি৷
advertisement
4/5
 শো-এর ঘনিষ্ঠ সূত্র প্রথমসারির সংবাদমাধ্যমকে বলেছে, এর কোনও সত্যতা নেই৷  আপকামিং উইকেন্ড কা ভার এপিসোডটি হোস্ট করবেন সলমন খান৷  আপাতত শো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷
শো-এর ঘনিষ্ঠ সূত্র প্রথমসারির সংবাদমাধ্যমকে বলেছে, এর কোনও সত্যতা নেই৷ আপকামিং উইকেন্ড কা ভার এপিসোডটি হোস্ট করবেন সলমন খান৷ আপাতত শো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে৷
advertisement
5/5
বিগ বসের ঘরে সর্বদাই ভারতীয় সংস্কার ও পারিবারিক মূল্যবোধ নিয়ে নৈতিকতার পাঠ দিতে শোনা যায়৷ তবে অভিনেতা নিজেই এমন কাজ করবেন, তা কেউই ভাবতে পারেননি। অভিনেতার এহেন আচরণ দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা৷
বিগ বসের ঘরে সর্বদাই ভারতীয় সংস্কার ও পারিবারিক মূল্যবোধ নিয়ে নৈতিকতার পাঠ দিতে শোনা যায়৷ তবে অভিনেতা নিজেই এমন কাজ করবেন, তা কেউই ভাবতে পারেননি। অভিনেতার এহেন আচরণ দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা৷
advertisement
advertisement
advertisement