রাখিপূর্ণিমায় দিয়া মির্জা সপরিবার সেজেছিলেন হলুদ পোশাকে ৷ সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে তিনি ক্যাপশন দিয়েছেন ‘আমার হলুদ পরিবার’ ৷ চলতি বছরে দিয়া বিয়ে করেছেন ব্যবসায়ী বৈভব রেখিকে ৷ দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে ৷ বৈভব ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী সুনয়নার মেয়ে সামাইরা থাকে বৈভব-দিয়ার সঙ্গেই ৷ এ বছর জুলাই মাসে পুত্রসন্তানের মা হন দিয়া ৷ তবে নির্দিষ্ট সময়ের বেশ আগেই ভূমিষ্ঠ হওয়ায় প্রথমে দীর্ঘ অসুস্থতার পর্ব পাড়ি দিতে হয় দিয়ার সদ্যোজাত পুত্রকে ৷ এখন সেই শিশু সুস্থ ৷ ছেলের নাম বৈভব ও দিয়া রেখেছেন অভ্যান আজাদ রেখি ৷ দিদি সামাইরার হাতে প্রথম রাখি পরল ছোট্ট অভ্যান ৷ সামাজিক মাধ্যমে শিশুর ছবি পোস্ট করেননি দিয়া ৷ দেখা যাচ্ছে রাখিপরা তার হাতের ছবি ৷ ২০১৪ সালে দিয়া বিয়ে করেছিলেন সাহিল সঙ্ঘকে ৷ তাঁদের বিচ্ছেদ হয়ে যায় পাঁচ বছর পর, ২০১৯-এ ৷ বিগত সম্পর্কের ছায়া তাঁদের দাম্পত্যে যেন না পড়ে, তার জন্য বদ্ধ পরিকর বৈভব ও দিয়া ৷ তাঁদের পরিবেশবান্ধব বিয়ের আসর চর্চিত হয়েছিল সামাজিক মাধ্যমে ৷