Dharmendra Passes Away: এক যুগের অবসান... প্রয়াত ধর্মেন্দ্র! এক নজরে তাঁর অদেখা কিছু ছবি

Last Updated:
কিন্তু প্রথম ছবিতে দর্শকদের হৃদয় জয় তো দূর অস্ত্, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল৷ কেউ খেয়ালই করল না নবাগতকে৷ প্রথম ছবি না চলুক, পঞ্জাবের পুত্তরের স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হল না৷ বেশি অপেক্ষা না করে প্রথম সাফল্য এল পরের বছরই, ‘শোলা অউর শবনম’ ছবিতে৷ এর পর বছর তিনেকের মধ্যে নামের পাশে একে একে বসেছে ‘অনপড়’ এবং বিমল রায়ের ‘বন্দিনী’৷
1/6
৮৯ বছরে প্রয়াত বলিউডের হি-ম্যান। চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা।
৮৯ বছরে প্রয়াত বলিউডের হি-ম্যান। চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা।
advertisement
2/6
খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে।
খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে।
advertisement
3/6
পঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামে ভূমিষ্ঠ হওয়া ধর্মেন্দ্র ছোট থেকেই ছিলেন হিন্দি সিনেমার পোকা৷ দিলীপকুমার অভিনয়ের অনুরাগী ছিলেন। তাঁকে দেখেই অভিনয়ের ইচ্ছে চেপে বসে মনে।
পঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামে ভূমিষ্ঠ হওয়া ধর্মেন্দ্র ছোট থেকেই ছিলেন হিন্দি সিনেমার পোকা৷ দিলীপকুমার অভিনয়ের অনুরাগী ছিলেন। তাঁকে দেখেই অভিনয়ের ইচ্ছে চেপে বসে মনে।
advertisement
4/6
প্রথম অভিনয় করলেন ১৯৬০ সালে, অর্জুন হিঙ্গোরানির ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবিতে৷
প্রথম অভিনয় করলেন ১৯৬০ সালে, অর্জুন হিঙ্গোরানির ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবিতে৷
advertisement
5/6
কিন্তু প্রথম ছবিতে দর্শকদের হৃদয় জয় তো দূর অস্ত্, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল৷ কেউ খেয়ালই করল না নবাগতকে৷ প্রথম ছবি না চলুক, পঞ্জাবের পুত্তরের স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হল না৷ বেশি অপেক্ষা না করে প্রথম সাফল্য এল পরের বছরই, ‘শোলা অউর শবনম’ ছবিতে৷ এর পর বছর তিনেকের মধ্যে নামের পাশে একে একে বসেছে ‘অনপড়’ এবং বিমল রায়ের ‘বন্দিনী’৷
কিন্তু প্রথম ছবিতে দর্শকদের হৃদয় জয় তো দূর অস্ত্, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল৷ কেউ খেয়ালই করল না নবাগতকে৷ প্রথম ছবি না চলুক, পঞ্জাবের পুত্তরের স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হল না৷ বেশি অপেক্ষা না করে প্রথম সাফল্য এল পরের বছরই, ‘শোলা অউর শবনম’ ছবিতে৷ এর পর বছর তিনেকের মধ্যে নামের পাশে একে একে বসেছে ‘অনপড়’ এবং বিমল রায়ের ‘বন্দিনী’৷
advertisement
6/6
তাঁর শেষ ছবি ইক্কিস মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই জীবনীভিত্তিক যুদ্ধ-নাটকে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং জয়দীপ আহলাওয়াত।
তাঁর শেষ ছবি ইক্কিস মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসে। শ্রীরাম রাঘবন পরিচালিত এই জীবনীভিত্তিক যুদ্ধ-নাটকে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং জয়দীপ আহলাওয়াত।
advertisement
advertisement
advertisement