ছোট পর্দায় সংস্কারী বধূ হলেও সাাজিক মাধ্যম বলছে, ‘গোপী বহু’ দেবলীনা ভট্টাচার্য গ্ল্যামকুইন ৷ জন্মদিনে উজ্জ্বল হলুদ বিকিনিতে ধরা দিলেন তিনি ৷ বিগ বস-এর প্রাক্তন এই প্রতিযোগী ক্যাপশনে লিখেছেন, ‘‘তুমি কোনও ভুল নও ৷ তুমি কোনও সমস্যাও নও যে সমাধান করতে হবে ৷’’ সুইমিং পুলে স্নানসিক্ত অবস্থারও ছবি দেন তিনি ৷ সেই ছবিতে নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি ৷ লেখেন, ‘আজ একটা বিশেষ দিন ৷ আমি আমাকেই শুভ জন্মদিন বলছি’৷ ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকের অভিনেত্রী দেবলীনা আদতে অসমের মেয়ে ৷ পর্দার বাইরে সাাজিক মাধ্যমেও তিনি খুব জনপ্রিয় ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা পৌঁছে গেল ২০ লক্ষে ৷ অভিনয়ের পাশাপাশি দেবলীনা শাস্ত্রীয় সঙ্গীতের তালিমও নিয়েছেন ৷ পেশাদার স্কুবা ডাইভার হিসেবেও নিজের পরিচয় দেন ৷ পড়াশোনা করেছেন জুয়েলারি ডিজাইন নিয়েও ৷ অবসরে বেড়াতে ভালবাসেন দেবলীনা ৷ স্বীকার করেন তাঁর পায়ের তলায় সর্ষে ৷ পছন্দের পর্যটনকেন্দ্রের তালিকায় পাহাড় ও সমুদ্র দুই-ই আছে ৷ ২০১৮ সালে হিরে ব্যবসায়ী রাজেশ্বর উদানীর হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে দেবলীনার নাম ৷ ঘটনার তদন্তে দেবলীনাকে দীর্ঘ জেরাও করে পুলিশ ৷