Dev-Subhashree: পর্দার মতোই চুটিয়ে প্রেম বাস্তবেও! রসায়নে বুঁদ গোটা টলিউড, তবু কেন, কীভাবে ভেঙে গেল দেব-শুভশ্রীর মাখোমাখো প্রেম?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Dev-Subhashree: দেব-শুভশ্রীর ফ্যানদের মুখে হাসি। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন্যতম চর্চিত অধ্যায়। তাই, ৯ বছর পর তাঁদের সিনেমা নিয়ে প্রত্যাশা তুঙ্গে। কিন্তু কেন ভেঙেছিল তাঁদের প্রেম?
দেব-শুভশ্রীর ফ‍্যানদের মুখে হাসি। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন‍্যতম চর্চিত অধ‍্যায়। তাই, ৯ বছর পর তাঁদের সিনেমা নিয়ে প্রত‍্যাশা তুঙ্গে। কিন্তু কেন ভেঙেছিল তাঁদের প্রেম? ভাঙার গল্পের আগে গড়ার গল্প আবারও শোনা যাক। দুজনের বয়স কম, একের পর এক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন। দর্শকেরা দেব–শুভশ্রীর রসায়নে মুগ্ধ হয়ে আছেন।
advertisement
২০০৯ সালে জুটির প্রথম সিনেমা ‘চ্যালেঞ্জ’, পরিচালনায় রাজ চক্রবর্তী। ছবিটি ব্লকবাস্টার, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ থেকে ‘খোকাবাবু’—একের পর এক সিনেমায় প্রেম করেছেন এই জুটি।‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে। সম্পর্কটা পারিবারিকভাবেও গড়ায়। বিয়ের আগেই সম্পর্কটা চুকে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement