Dev-Subhashree: পর্দার মতোই চুটিয়ে প্রেম বাস্তবেও! রসায়নে বুঁদ গোটা টলিউড, তবু কেন, কীভাবে ভেঙে গেল দেব-শুভশ্রীর মাখোমাখো প্রেম?

Last Updated:
Dev-Subhashree: দেব-শুভশ্রীর ফ‍্যানদের মুখে হাসি। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন‍্যতম চর্চিত অধ‍্যায়। তাই, ৯ বছর পর তাঁদের সিনেমা নিয়ে প্রত‍্যাশা তুঙ্গে। কিন্তু কেন ভেঙেছিল তাঁদের প্রেম?
1/6
দেব-শুভশ্রীর ফ‍্যানদের মুখে হাসি। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন‍্যতম চর্চিত অধ‍্যায়। তাই, ৯ বছর পর তাঁদের সিনেমা নিয়ে প্রত‍্যাশা তুঙ্গে। কিন্তু কেন ভেঙেছিল তাঁদের প্রেম? ভাঙার গল্পের আগে গড়ার গল্প আবারও শোনা যাক। দুজনের বয়স কম, একের পর এক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন। দর্শকেরা দেব–শুভশ্রীর রসায়নে মুগ্ধ হয়ে আছেন।
দেব-শুভশ্রীর ফ‍্যানদের মুখে হাসি। কারণ বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। দেব-শুভশ্রীর প্রেম ছিল টলিউডের অন‍্যতম চর্চিত অধ‍্যায়। তাই, ৯ বছর পর তাঁদের সিনেমা নিয়ে প্রত‍্যাশা তুঙ্গে। কিন্তু কেন ভেঙেছিল তাঁদের প্রেম? ভাঙার গল্পের আগে গড়ার গল্প আবারও শোনা যাক। দুজনের বয়স কম, একের পর এক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন। দর্শকেরা দেব–শুভশ্রীর রসায়নে মুগ্ধ হয়ে আছেন।
advertisement
2/6
২০০৯ সালে জুটির প্রথম সিনেমা ‘চ্যালেঞ্জ’, পরিচালনায় রাজ চক্রবর্তী। ছবিটি ব্লকবাস্টার, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ থেকে ‘খোকাবাবু’—একের পর এক সিনেমায় প্রেম করেছেন এই জুটি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে। সম্পর্কটা পারিবারিকভাবেও গড়ায়। বিয়ের আগেই সম্পর্কটা চুকে যায়।
২০০৯ সালে জুটির প্রথম সিনেমা ‘চ্যালেঞ্জ’, পরিচালনায় রাজ চক্রবর্তী। ছবিটি ব্লকবাস্টার, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’ থেকে ‘খোকাবাবু’—একের পর এক সিনেমায় প্রেম করেছেন এই জুটি।‘পরাণ যায় জ্বলিয়া রে’ সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে। সম্পর্কটা পারিবারিকভাবেও গড়ায়। বিয়ের আগেই সম্পর্কটা চুকে যায়।
advertisement
3/6
হঠাৎ কী হয়েছিল দেব–শুভশ্রীর? মাখো মাখো প্রেমে ছেদ ঘটল কেন? দুজনের প্রেমের মধ্যে দেবের জীবনে আরেক তরুণীর আবির্ভাব ঘটে। তিনি আর কেউ নন, রুক্মিণী মৈত্র। রুক্মিণী তখনো অভিনয়ে নাম লেখাননি, মডেলিং করতেন।
হঠাৎ কী হয়েছিল দেব–শুভশ্রীর? মাখো মাখো প্রেমে ছেদ ঘটল কেন? টলিপাড়ায় কান পাতলে শোনা যায় দুজনের প্রেমের মধ্যে দেবের জীবনে আরেক তরুণীর আবির্ভাব ঘটে। তিনি আর কেউ নন, রুক্মিণী মৈত্র। রুক্মিণী তখনো অভিনয়ে নাম লেখাননি, মডেলিং করতেন।
advertisement
4/6
রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কটা গোপন থাকে না, শুভশ্রীর কানেও যায়। এর পর থেকে দুজনের মুখ দেখাদেখি বন্ধ, প্রেমও ভেঙে যায়। ২০১৩ সালে মুক্তি পেয়েছে দেব–শুভশ্রী জুটির শেষ ছবি ‘খোকা ৪২০’।
সূত্রের খবর, রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কটা গোপন থাকে না, শুভশ্রীর কানেও যায়। এর পর থেকে দুজনের মুখ দেখাদেখি বন্ধ, প্রেমও ভেঙে যায়। ২০১৩ সালে মুক্তি পেয়েছে দেব–শুভশ্রী জুটির শেষ ছবি ‘খোকা ৪২০’।
advertisement
5/6
প্রেম ভাঙার পর ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন দেব-শুভশ্রী, ছবিটি প্রেমে ভরপুর। ক্যামেরার সামনে হারানো রসয়নকে জীবন্ত করে তুলেছিলেন তাঁরা। দশ বছর পর ছবিটি আলোর মুখ দেখছে, এই মাসে সিনেমাটির মুক্তি ঘিরে দুজনের পুরোনো প্রেম নিয়ে চর্চার শেষ নেই।
প্রেম ভাঙার পর ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বাঁধেন দেব-শুভশ্রী, ছবিটি প্রেমে ভরপুর। ক্যামেরার সামনে হারানো রসয়নকে জীবন্ত করে তুলেছিলেন তাঁরা। দশ বছর পর ছবিটি আলোর মুখ দেখছে, এই মাসে সিনেমাটির মুক্তি ঘিরে দুজনের পুরোনো প্রেম নিয়ে চর্চার শেষ নেই।
advertisement
6/6
শুভশ্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা পেশাদার। ভাল চিত্রনাট্য, চরিত্র পেলে আবার একসঙ্গে কাজ করবেন। অন‍্যদিকে, শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী জানান, তিনিও ছবি মুক্তির প্রতীক্ষায়। রুক্মিণীর কথায়, ‘আমি জানি, দেব নিজে কতখানি প্রতীক্ষায় ছিল।’
শুভশ্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা পেশাদার। ভাল চিত্রনাট্য, চরিত্র পেলে আবার একসঙ্গে কাজ করবেন। অন‍্যদিকে, শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী জানান, তিনিও ছবি মুক্তির প্রতীক্ষায়। রুক্মিণীর কথায়, ‘আমি জানি, দেব নিজে কতখানি প্রতীক্ষায় ছিল।’
advertisement
advertisement
advertisement