আর লুকোচুরি নয় ৷ খোলখুলি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং জানিয়ে দিলেন তাঁরা একেবারে রেডি৷ এবার শুধু সাত পাকে বাঁধা পড়ার পালা ৷ আর তাই তো এদিক ও দিক না ভেবে নভেম্বর ১৪তেই বিয়েটা সেরে ফেলছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ আর সেই মতোই ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেছেন বিয়ের কার্ডের ছবি ৷ সেই পোস্টের পর থেকেই গোটা বলিউড জুড়ে নানা স্পেকুলেশন ! কী কী হতে চলেছে দীপিকা-রণবীরের বিয়েতে তা নিয়ে নানা জল্পনা-কল্পনা ৷
advertisement
জানা গিয়েছে, অনুষ্কার মতো রণবীর-দীপিকাও বিয়ের জন্য বেছে নিয়েছেন ইতালিকেই ৷ তবে কোনও দুর্গ নয় ৷ বরং ইতালির কোমো লেকের পাশে এক প্যালেসেই বিয়েটা সারতে চলেছেন দীপিকা ও রণবীর ৷ শোনা যাচ্ছে, দিল্লির এক ওয়েডিং প্ল্যানারই সাজিয়ে তুলতে চলেছেন দীপিকা ও রণবীরের বিয়ের ছাদনাতলা ৷ তাঁর প্ল্যানেই সেজে উঠতে চলেছে দীপিকা ও রণবীরের বিয়ের আসর ৷
advertisement
advertisement
advertisement