বিয়ের অনুষ্ঠানে এই পোশাকে দেখেছেন দীপিকাকে? দেখুন নতুন ছবি

Last Updated:
1/9
হয় নিজের প্রিয় ব্র্যান্ড সব্যসাচী, নয মায়ের প্রিয় অঙ্গদি গ্যালেরিয়া৷ বিয়ের বিভিন্ন অনুষ্ঠান থেকেএযার পোর্ট লুক৷ এই দুই ব্র্যান্ডের পোশাকেই বার বার দেখা গিয়েছে দীপিকাকে৷ তবে দীপিকা প্রকাশ্যে এলেন একেবারে নতুন এক ছবি৷ ডিজাইনারও অন্য৷
হয় নিজের প্রিয় ব্র্যান্ড সব্যসাচী, নয মায়ের প্রিয় অঙ্গদি গ্যালেরিয়া৷ বিয়ের বিভিন্ন অনুষ্ঠান থেকেএযার পোর্ট লুক৷ এই দুই ব্র্যান্ডের পোশাকেই বার বার দেখা গিয়েছে দীপিকাকে৷ তবে দীপিকা প্রকাশ্যে এলেন একেবারে নতুন এক ছবি৷ ডিজাইনারও অন্য৷
advertisement
2/9
দীপিকা-রণবীরের মুম্বই রিসেপশনের আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেন ডিজাইনার অনামিকা খন্না৷ বিয়ের কোনও এক অনুষ্ঠানে পরিবারের সঙ্গে খোশমেজাজে দীপিকা৷ পরেছেন অনামিকার ডিজাইন করা অরগ্যাঞ্জা পোশাক৷
দীপিকা-রণবীরের মুম্বই রিসেপশনের আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেন ডিজাইনার অনামিকা খন্না৷ বিয়ের কোনও এক অনুষ্ঠানে পরিবারের সঙ্গে খোশমেজাজে দীপিকা৷ পরেছেন অনামিকার ডিজাইন করা অরগ্যাঞ্জা পোশাক৷
advertisement
3/9
তবে মুম্বই রিসেপশনের আগে পর্যন্ত বিয়ের যেকোনও ছোটখাট অনুষ্ঠানেও সব্যসাচীর ওপরেই ভরসা রেখেছেন দীপিকা৷ মুম্বই রিসেপশনে দীপিকা পরেন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা সাদা রাজকীয় পোশাক৷ রণবীর পরেন রোহিত বালের ক্রিয়েশন৷
তবে মুম্বই রিসেপশনের আগে পর্যন্ত বিয়ের যেকোনও ছোটখাট অনুষ্ঠানেও সব্যসাচীর ওপরেই ভরসা রেখেছেন দীপিকা৷ মুম্বই রিসেপশনে দীপিকা পরেন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা সাদা রাজকীয় পোশাক৷ রণবীর পরেন রোহিত বালের ক্রিয়েশন৷
advertisement
4/9
সব্যসাচী দীপিকার এতটাই প্রিয় যে তার কোঙ্কনি বিয়ের লুকও পুরোটাই সব্যসাচীর ভেবেছিলেন ভক্তরা৷ পরে ডিজাইনার নিজেই ভুল ভাঙেন৷ জানান মায়ের পছন্দের অঙ্গদি গ্যালেরিয়া থেকে দুটি শাড়ি কিনেছিলেন দীপিকা৷ তারই একটা এই শাড়ি৷
সব্যসাচী দীপিকার এতটাই প্রিয় যে তার কোঙ্কনি বিয়ের লুকও পুরোটাই সব্যসাচীর ভেবেছিলেন ভক্তরা৷ পরে ডিজাইনার নিজেই ভুল ভাঙেন৷ জানান মায়ের পছন্দের অঙ্গদি গ্যালেরিয়া থেকে দুটি শাড়ি কিনেছিলেন দীপিকা৷ তারই একটা এই শাড়ি৷
advertisement
5/9
অঙ্গদি গ্যালেরিয়া থেকে কেনা দ্বিতীয় শাড়িটা দীপিকা পরেন বেঙ্গালুরু রিসেপশনে৷ সঙ্গের ব্লাউজ, গয়না সবকিছুরই দায়িত্বে ছিলেন সব্যসাচী৷
অঙ্গদি গ্যালেরিয়া থেকে কেনা দ্বিতীয় শাড়িটা দীপিকা পরেন বেঙ্গালুরু রিসেপশনে৷ সঙ্গের ব্লাউজ, গয়না সবকিছুরই দায়িত্বে ছিলেন সব্যসাচী৷
advertisement
6/9
সিন্ধি বিয়েতে পুরোপুরি সব্যসাচীর উপরেই ভরসা রেখেছেন দীপিকা৷ এদিন আপাদমস্তক ছিলেন সব্যসাচী ক্রিয়েশনে৷
সিন্ধি বিয়েতে পুরোপুরি সব্যসাচীর উপরেই ভরসা রেখেছেন দীপিকা৷ এদিন আপাদমস্তক ছিলেন সব্যসাচী ক্রিয়েশনে৷
advertisement
7/9
দীপিকার সব্যসাচী প্রেম ধরা পড়েছে মুম্বইতে রীতিকা ভবনানির ক্লোজড ডোর পার্টিতেও৷ সব্যসাচীর ডিজাইন করা ফ্লোরাল লেহঙ্গা, ফ্রিডা কাহলো হেয়ারস্টাইলের স্টেটমেন্ট লুক ছিল দীপিকার পুরো বিয়ের অ্যালবামের সেরা৷
দীপিকার সব্যসাচী প্রেম ধরা পড়েছে মুম্বইতে রীতিকা ভবনানির ক্লোজড ডোর পার্টিতেও৷ সব্যসাচীর ডিজাইন করা ফ্লোরাল লেহঙ্গা, ফ্রিডা কাহলো হেয়ারস্টাইলের স্টেটমেন্ট লুক ছিল দীপিকার পুরো বিয়ের অ্যালবামের সেরা৷
advertisement
8/9
শুধু বিয়ের গ্র্যান্ড পার্টিগুলোতেই নয়৷ ক্যাজুয়াল থাকতেও যে দীপিকার সব্যসাচীকেই পছন্দ তা বোঝা গিয়েছে এয়ারপোর্ট লুকে৷ ইতালি থেকে মুম্বই ফেরা, বেঙ্গালুরু যাওয়া এবং ফেরা, সব জায়গাতেই দীপিকা পরেছিলেন সব্যসাচীর পোশাক৷
শুধু বিয়ের গ্র্যান্ড পার্টিগুলোতেই নয়৷ ক্যাজুয়াল থাকতেও যে দীপিকার সব্যসাচীকেই পছন্দ তা বোঝা গিয়েছে এয়ারপোর্ট লুকে৷ ইতালি থেকে মুম্বই ফেরা, বেঙ্গালুরু যাওয়া এবং ফেরা, সব জায়গাতেই দীপিকা পরেছিলেন সব্যসাচীর পোশাক৷
advertisement
9/9
দীপিকা যে বিয়েতে সব্যসাচীর ওপরেই ভরসা রাখবেন তার আভাস পাওয়া গিয়েছিল বিয়ের প্রথম অনুষ্ঠান থেকেই৷ বিয়ের ১০ দিন আগে বাড়ির নান্দীপুজোর অনুষ্ঠানেও দীপিকা ছিলেন আপাদমস্তক সব্যসাচী লুকে৷
দীপিকা যে বিয়েতে সব্যসাচীর ওপরেই ভরসা রাখবেন তার আভাস পাওয়া গিয়েছিল বিয়ের প্রথম অনুষ্ঠান থেকেই৷ বিয়ের ১০ দিন আগে বাড়ির নান্দীপুজোর অনুষ্ঠানেও দীপিকা ছিলেন আপাদমস্তক সব্যসাচী লুকে৷
advertisement
advertisement
advertisement