#AkashShlokaWedding: আকাশ আম্বানির বিয়েতে কেমন সাজলেন দীপিকা ?

Last Updated:
1/7
আকাশ আম্বানির বিয়েতে বসেছে চাঁদের হাট ৷ বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে দেশ বিদেশের নানা অতিথি ৷ এ ববলে আমায় দেখ তো ও বলে আমায় ৷ আম্বানি পরিবারের সকলে তো রয়েইছে ৷ কিন্তু তার মধ্যেও যেন ঝলমলিয়ে উঠলেন দীপিকা পাড়ুকোন ৷ দেখুন সেই ছবি...Photo Courtesy: Instagram
আকাশ আম্বানির বিয়েতে বসেছে চাঁদের হাট ৷ বলিউড সেলিব্রিটি থেকে শুরু করে দেশ বিদেশের নানা অতিথি ৷ এ ববলে আমায় দেখ তো ও বলে আমায় ৷ আম্বানি পরিবারের সকলে তো রয়েইছে ৷ কিন্তু তার মধ্যেও যেন ঝলমলিয়ে উঠলেন দীপিকা পাড়ুকোন ৷ দেখুন সেই ছবি...Photo Courtesy: Instagram
advertisement
2/7
দীপিকা লাস্যময়ী ৷ তবে স্ক্রিনের বাইয়ে তিনি সবসময়ই সাদামাটা থাকতে পছন্দ করেন ৷ Photo Courtesy: Instagram
দীপিকা লাস্যময়ী ৷ তবে স্ক্রিনের বাইয়ে তিনি সবসময়ই সাদামাটা থাকতে পছন্দ করেন ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/7
সেই কারণে হাইপ্রোফাইল বিয়েতেও একইভাবে ধরে রাখলেন সাধারণ লুকই ৷ সাজলেন বাঙালী ডিজাইনার সব্যসাচীর শাড়িতে৷ Photo Courtesy: Instagram
সেই কারণে হাইপ্রোফাইল বিয়েতেও একইভাবে ধরে রাখলেন সাধারণ লুকই ৷ সাজলেন বাঙালী ডিজাইনার সব্যসাচীর শাড়িতে৷ Photo Courtesy: Instagram
advertisement
4/7
আর শাড়ির সঙ্গে মানানসয়ি মুক্তর গয়না ৷ কিছুদিন আগেই বিয়ে হয়েছে তারও ৷ নিজের সাজের মধ্যে বজায় রাখলেন নতুন বউয়ের টাচও ! Photo Courtesy: Instagram
আর শাড়ির সঙ্গে মানানসয়ি মুক্তর গয়না ৷ কিছুদিন আগেই বিয়ে হয়েছে তারও ৷ নিজের সাজের মধ্যে বজায় রাখলেন নতুন বউয়ের টাচও ! Photo Courtesy: Instagram
advertisement
5/7
দীপিকার বিয়ের পরপরই ছিল ইশা আম্বানির বিয়ে ৷ সেই বিয়েতেও মাতিয়ে দিয়েছিলেন দীপিকা ৷ দেখুন ইশার মেহন্দিতে দীপিকার সাজ ৷ Photo Courtesy: Instagram
দীপিকার বিয়ের পরপরই ছিল ইশা আম্বানির বিয়ে ৷ সেই বিয়েতেও মাতিয়ে দিয়েছিলেন দীপিকা ৷ দেখুন ইশার মেহন্দিতে দীপিকার সাজ ৷ Photo Courtesy: Instagram
advertisement
6/7
তখন সদ্য বিয়ে হয়েছে দীপিকা-রণবীরের ৷ একই সময় ছিল মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়েও ৷ সেই বিয়েতে সাদা আর সোনালী রঙের শাড়িই পরেছিলেন দীপিকা ৷ রণবীরও ছিলেন একই কম্বিনেশনের শেরওয়ানিতে ৷ Photo Courtesy: Instagram
তখন সদ্য বিয়ে হয়েছে দীপিকা-রণবীরের ৷ একই সময় ছিল মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়েও ৷ সেই বিয়েতে সাদা আর সোনালী রঙের শাড়িই পরেছিলেন দীপিকা ৷ রণবীরও ছিলেন একই কম্বিনেশনের শেরওয়ানিতে ৷ Photo Courtesy: Instagram
advertisement
7/7
ইশার আম্বানির বিয়েতে দু’জনে মিলিয়ে পোশাক পরলেও, আকাশের বিয়েতে তমন হল না ৷ দীপিকা পেয়াজি রঙের শাড়ি পরলেও, রণবীর সিং পরলেন কালো শেরওয়ানি ৷ Photo Courtesy: Instagram
ইশার আম্বানির বিয়েতে দু’জনে মিলিয়ে পোশাক পরলেও, আকাশের বিয়েতে তমন হল না ৷ দীপিকা পেয়াজি রঙের শাড়ি পরলেও, রণবীর সিং পরলেন কালো শেরওয়ানি ৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement