দীপিকা (Deepika Padukone) জানিয়েছেন, শাহরুখ তাঁকে বলেছিলেন, "সব সময়ে এমন মানুষের সঙ্গে কাজ করবে যাঁদের সঙ্গে তুমি ভালো সময় কাটাতে পারবে। কারণ তুমি যে সময়টা ছবির শ্যুটিং করছ, সেই সময়টা তুমি তোমার জীবনেরও সময় কাটাচ্ছ, নানা স্মৃতি তৈরি করছ, নতুন অভিজ্ঞতা হচ্ছে।"