Deepika Padukone : স্তনের আকারা বড় করুন! মাত্র ১৮ বছর বয়সে দীপিকাকে এই পরামর্শ কে দিয়েছিলেন

Last Updated:
Deepika Padukone : জীবনে অন্য অনেকের থেকে নানা খারাপ পরামর্শও পেয়েছেন দীপিকা । তেমনই একটি খুব খারাপ পরামর্শের কথা বলেন তিনি।
1/6
বলিউডে শাহরুখ খানের বিপরীতেই প্রথম অভিনয় করেছিলেন অভিনেত্রী দিপীকা পাডুকোন (Deepika Padukone)। সেই সময়ে তুমুল সাড়া ফেলেছিল সেই ছবি ওম শান্তি ওম। তবে শাহরুখ (Shah rukh Khan) শুধুই সহ অভিনেতা নন। দীপিকাকে নানা পরামর্শও দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব স্মৃতি রোমন্থন করলেন দীপিকা।
বলিউডে শাহরুখ খানের বিপরীতেই প্রথম অভিনয় করেছিলেন অভিনেত্রী দিপীকা পাডুকোন (Deepika Padukone)। সেই সময়ে তুমুল সাড়া ফেলেছিল সেই ছবি ওম শান্তি ওম। তবে শাহরুখ (Shah rukh Khan) শুধুই সহ অভিনেতা নন। দীপিকাকে নানা পরামর্শও দিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব স্মৃতি রোমন্থন করলেন দীপিকা।
advertisement
2/6
দীপিকা (Deepika Padukone) জানিয়েছেন, শাহরুখ তাঁকে বলেছিলেন, "সব সময়ে এমন মানুষের সঙ্গে কাজ করবে যাঁদের সঙ্গে তুমি ভালো সময় কাটাতে পারবে। কারণ তুমি যে সময়টা ছবির শ্যুটিং করছ, সেই সময়টা তুমি তোমার জীবনেরও সময় কাটাচ্ছ, নানা স্মৃতি তৈরি করছ, নতুন অভিজ্ঞতা হচ্ছে।"
দীপিকা (Deepika Padukone) জানিয়েছেন, শাহরুখ তাঁকে বলেছিলেন, "সব সময়ে এমন মানুষের সঙ্গে কাজ করবে যাঁদের সঙ্গে তুমি ভালো সময় কাটাতে পারবে। কারণ তুমি যে সময়টা ছবির শ্যুটিং করছ, সেই সময়টা তুমি তোমার জীবনেরও সময় কাটাচ্ছ, নানা স্মৃতি তৈরি করছ, নতুন অভিজ্ঞতা হচ্ছে।"
advertisement
3/6
তবে জীবনে অন্য অনেকের থেকে নানা খারাপ পরামর্শও পেয়েছেন দীপিকা (Deepika Padukone)। তেমনই একটি খুব খারাপ পরামর্শের কথা বলেন তিনি। দীপিকার যখন মাত্র ১৮ বছর বয়স, তখন তাঁকে একজন ব্রেস্ট ইমপ্ল্যান্ট অর্থাৎ স্তনের আকার বৃদ্ধি করার পরামর্শ দিয়েছিলেন।
তবে জীবনে অন্য অনেকের থেকে নানা খারাপ পরামর্শও পেয়েছেন দীপিকা (Deepika Padukone)। তেমনই একটি খুব খারাপ পরামর্শের কথা বলেন তিনি। দীপিকার যখন মাত্র ১৮ বছর বয়স, তখন তাঁকে একজন ব্রেস্ট ইমপ্ল্যান্ট অর্থাৎ স্তনের আকার বৃদ্ধি করার পরামর্শ দিয়েছিলেন।
advertisement
4/6
দীপিকা বলছেন, "আমায় একজন স্তনের আকার বৃদ্ধি করার পরামর্শ দিয়েছিলেন। আমার তখন ১৮ বছর বয়স। কিন্তু তবুও সেই পরামর্শকে গুরুত্ব দিইনি কীভাবে কী জানি! "
দীপিকা বলছেন, "আমায় একজন স্তনের আকার বৃদ্ধি করার পরামর্শ দিয়েছিলেন। আমার তখন ১৮ বছর বয়স। কিন্তু তবুও সেই পরামর্শকে গুরুত্ব দিইনি কীভাবে কী জানি! "
advertisement
5/6
প্রসঙ্গত,  সম্প্রতি মুক্তি পেয়েছে শকুন বাত্রা পরিচালিত ছবি গেহেরাইয়া (Gehraiyaan)। ছবিটি কেমন হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা চলছে। ছবিতে সম্পর্কের সমীকরণ, প্রতারণা, অবিশ্বাস এই বিষয়গুলি নিয়ে কথা বলতে চেয়েছেন পরিচালক শকুন বাত্রা। ছবিতে প্রধান চরিত্র আলিশার ভূমিকায় দীপিকাকে দেখা গিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে শকুন বাত্রা পরিচালিত ছবি গেহেরাইয়া (Gehraiyaan)। ছবিটি কেমন হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু আলোচনা চলছে। ছবিতে সম্পর্কের সমীকরণ, প্রতারণা, অবিশ্বাস এই বিষয়গুলি নিয়ে কথা বলতে চেয়েছেন পরিচালক শকুন বাত্রা। ছবিতে প্রধান চরিত্র আলিশার ভূমিকায় দীপিকাকে দেখা গিয়েছে।
advertisement
6/6
এছাড়াও আগামীতে ফের তাঁকে শাহরুখের বিপরীতে দেখা যেতে চলেছে। ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-এর পরে ফের পাঠান ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।
এছাড়াও আগামীতে ফের তাঁকে শাহরুখের বিপরীতে দেখা যেতে চলেছে। ওম শান্তি ওম, হ্যাপি নিউ ইয়ার, চেন্নাই এক্সপ্রেস-এর পরে ফের পাঠান ছবিতে এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।
advertisement
advertisement
advertisement