অভিনেত্রী দীপিকা পাডুকোন এই মুহূর্তে তাঁর ছবি গেহেরাইয়া নিয়ে ব্যস্ত। ছবিটি নিয়ে বহু আলোচনা হচ্ছে। প্রশংসিত হচ্ছে দীপিকার অভিনয়ও।
2/ 9
তবে ছবিতে অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রচারেও একেবারে অন্য রূপে দেখা গিয়েছে দীপিকাকে। একের পরে এক বোল্ড লুকে ধরা দিয়েছেন। এবার সাদা টিউব করসেট ও প্যান্ট পরে পারদ চড়ালেন দীপিকা। নেটিজেন বলছে আলিশা-র চরিত্র থেকে বেরোতে পারছেন না দীপিকা।