Deepika Padukone | Ranveer Singh: রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কের মাঝেই অন্যান্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা! দীপিকা যা বললেন..ছিটকে গেলেন অনেকেই

Last Updated:
Deepika Padukone Speaks on her Multiple Relationships: তবে, কফি উইথ করণের এই এপিসোডে দীপিকা যা জানিয়েছেন, তা হজম করতে রীতিমতো কষ্ট হবে অন্ধ দীপ-বীর ফ্যানেদের৷ এমন কী কথা জানিয়েছেন দীপিকা?
1/8
একটা শো ঘিরে হাজারো বিতর্ক। রহস্য ফাঁস৷ শুরু হয়ে গিয়েছে কফি উইথ করণ সিজন ৮৷ আর তার প্রথম এপিসোডে এসেই শোরগোল ফেলে দিয়েছেন বলিউডের সেলেব দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোণ৷
একটা শো ঘিরে হাজারো বিতর্ক। রহস্য ফাঁস৷ শুরু হয়ে গিয়েছে কফি উইথ করণ সিজন ৮৷ আর তার প্রথম এপিসোডে এসেই শোরগোল ফেলে দিয়েছেন বলিউডের সেলেব দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাডুকোণ৷
advertisement
2/8
কিন্তু, সেই এপিসোড ঘিরে এমন কিছু কথা এই প্রথমবার সামনে আসছে যে, তাতে রীতিমতো চমকে উঠছেন দীর্ঘদিনের দীপ-বীর ফ্যানেরা৷ যেমন, এই এপিসোড সামনে আসার পরেই রণবীর-অনুষ্কার পুরনো একটি এপিসোড ভাইরাল রয়েছে৷ এই দুই এপিসোড তুলনা করে যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে, অনুষ্কার সঙ্গে প্রথম আলাপের মুহূর্ত এবং দীপিকার সঙ্গে প্রথম আলাপের মুহূর্ত টুকে মুখস্থ করে বলছেন রণবীর৷ নেটিজেনরা প্রশ্ন তুলছেন, গোটাটাই কি তবে রণবীরের বানানো, নাকি করণ জোহারের স্ক্রিপ্ট?
কিন্তু, সেই এপিসোড ঘিরে এমন কিছু কথা এই প্রথমবার সামনে আসছে যে, তাতে রীতিমতো চমকে উঠছেন দীর্ঘদিনের দীপ-বীর ফ্যানেরা৷ যেমন, এই এপিসোড সামনে আসার পরেই রণবীর-অনুষ্কার পুরনো একটি এপিসোড ভাইরাল রয়েছে৷ এই দুই এপিসোড তুলনা করে যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে, অনুষ্কার সঙ্গে প্রথম আলাপের মুহূর্ত এবং দীপিকার সঙ্গে প্রথম আলাপের মুহূর্ত টুকে মুখস্থ করে বলছেন রণবীর৷ নেটিজেনরা প্রশ্ন তুলছেন, গোটাটাই কি তবে রণবীরের বানানো, নাকি করণ জোহারের স্ক্রিপ্ট?
advertisement
3/8
রণবীরের একের পর এক সিনেমা ফ্লপ৷ বহু কষ্টে ‘রকি অউর রানি’র হাত ধরে কিঞ্চিৎ উত্থান৷ এদিকে, দীপিকার একের পর এক ব্লকবাস্টার৷ পাঠান, জওয়ান৷ এবার তো লেডি সিঙ্ঘম-ও আসছে৷ কিছুদিন ধরেই রণবীর-দীপিকার ব্রেক আপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বলিউডের অন্দরমহলে৷ তবে দু’জনেই সেই কথা খারিজ করে দিয়েছেন৷
রণবীরের একের পর এক সিনেমা ফ্লপ৷ বহু কষ্টে ‘রকি অউর রানি’র হাত ধরে কিঞ্চিৎ উত্থান৷ এদিকে, দীপিকার একের পর এক ব্লকবাস্টার৷ পাঠান, জওয়ান৷ এবার তো লেডি সিঙ্ঘম-ও আসছে৷ কিছুদিন ধরেই রণবীর-দীপিকার ব্রেক আপ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল বলিউডের অন্দরমহলে৷ তবে দু’জনেই সেই কথা খারিজ করে দিয়েছেন৷
advertisement
4/8
তবে, কফি উইথ করণের এই এপিসোডে দীপিকা যা জানিয়েছেন, তা হজম করতে রীতিমতো কষ্ট হবে অন্ধ দীপ-বীর ফ্যানেদের৷ এমন কী কথা জানিয়েছেন দীপিকা?
তবে, কফি উইথ করণের এই এপিসোডে দীপিকা যা জানিয়েছেন, তা হজম করতে রীতিমতো কষ্ট হবে অন্ধ দীপ-বীর ফ্যানেদের৷ এমন কী কথা জানিয়েছেন দীপিকা?
advertisement
5/8
দীপিকা জানিয়েছেন, রণবীর সিং-এর সঙ্গে সম্পর্ক থাকাকালীন তিনি বহু পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছেন, ‘সম্পর্কে’ জড়িয়েছেন৷ কারণ, তিনি সেই সময় ‘জাস্ট’ আনন্দ করতে চাইছিলেন৷
দীপিকা জানিয়েছেন, রণবীর সিং-এর সঙ্গে সম্পর্ক থাকাকালীন তিনি বহু পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছেন, ‘সম্পর্কে’ জড়িয়েছেন৷ কারণ, তিনি সেই সময় ‘জাস্ট’ আনন্দ করতে চাইছিলেন৷
advertisement
6/8
দীপিকার কথায়, সেই সময় তিনি এবং রণবীর ডেট করছিলেন বটে, তবে ওপেন রিলেশনশিপে ছিলেন৷ অর্থাৎ, দু’জনেই অন্য নারী পুরুষের সঙ্গেও সময় কাটাতে পারতেন৷ সেই সময় বেশ কয়েকজন পুরুষের প্রতি আকৃষ্টও হয়েছিলেন দীপিকা৷
দীপিকার কথায়, সেই সময় তিনি এবং রণবীর ডেট করছিলেন বটে, তবে ওপেন রিলেশনশিপে ছিলেন৷ অর্থাৎ, দু’জনেই অন্য নারী পুরুষের সঙ্গেও সময় কাটাতে পারতেন৷ সেই সময় বেশ কয়েকজন পুরুষের প্রতি আকৃষ্টও হয়েছিলেন দীপিকা৷
advertisement
7/8
দীপিকা জানিয়েছেন, তিনি আসলে একটি সম্পর্ক থেকে সবে সবে বেরিয়েছিলেন৷ মানসিক ভাবে অন্য সম্পর্কে জাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না৷ কিছুদিন ‘সিঙ্গল লাইফ’ কাটাতে চাইছিলেন৷ আনন্দে থাকতে চাইছিলেন৷ সেই সময় রণবীর সিং তাঁর জীবনে আসে৷
দীপিকা জানিয়েছেন, তিনি আসলে একটি সম্পর্ক থেকে সবে সবে বেরিয়েছিলেন৷ মানসিক ভাবে অন্য সম্পর্কে জাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না৷ কিছুদিন ‘সিঙ্গল লাইফ’ কাটাতে চাইছিলেন৷ আনন্দে থাকতে চাইছিলেন৷ সেই সময় রণবীর সিং তাঁর জীবনে আসে৷
advertisement
8/8
রণবীর আর দীপিকা সেই সময় ঠিক করেন, তাঁরা ওপেন রিলেশনশিপে থাকবেন৷ দীপিকা জানান, অন্য পুরুষদের সঙ্গে দেখা করে, কথা বলে, রোমাঞ্চিত হলেও, তাঁর মন সবসময় পড়ে থাকত রণবীরের কাছে৷
রণবীর আর দীপিকা সেই সময় ঠিক করেন, তাঁরা ওপেন রিলেশনশিপে থাকবেন৷ দীপিকা জানান, অন্য পুরুষদের সঙ্গে দেখা করে, কথা বলে, রোমাঞ্চিত হলেও, তাঁর মন সবসময় পড়ে থাকত রণবীরের কাছে৷
advertisement
advertisement
advertisement