Deepika-Ranveer Baby Girl: দীপিকা-রণবীরের সন্তান বড় হয়ে কেমন হবে? মুখ খুললেন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bejan Daruwalla talks about people born on September 8: ৮ সেপ্টেম্বর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে দীপিকার কন্যা। জ্যোতিষী বেজান দারুওয়ালা বলছেন, এই দিনে জন্মগ্রহণকারীরা বুদ্ধিমান এবং প্রাণোচ্ছল ব্যক্তিত্বের অধিকারী হন। চ্যালেঞ্জ নিতে ভয় পান না।
কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। বাবা হয়েছেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। এর মধ্যেই ৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া সদ্যোজাতদের ভবিষ্যৎ কেমন হবে, তা নিয়ে মুখ খুললেন বিখ্যাত জ্যোতিষী বেজান দারুওয়ালা। ৮ সেপ্টেম্বর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে দীপিকার কন্যা। Photo: Instagram
advertisement
advertisement
গর্ভাবস্থায় প্রত্যেক নারীর সৌন্দর্য বৃদ্ধি পায়। দীপিকাও ব্যতিক্রম নন। তাঁর মোহময়ী রূপের সঙ্গে যুক্ত হয়েছিল মাতৃত্বের ছটা। কার্ডিগান, ব্লেজার এবং সোয়েটারে ধরা দিয়েছিলেন তিনি। সেই সব ছবি মাতৃত্বকালীন ফ্যাশনের নতুন মানদণ্ড স্থাপন করেছে। দীপিকার পাশে দৃপ্ত ভঙ্গীতে দাঁড়িয়েছিলেন রণবীর। চোখ-মুখ থেকে চুঁইয়ে পড়ছিল গর্ব আর আত্মবিশ্বাস। Photo: Instagram
advertisement
একটি ইনস্টাগ্রাম পোস্টে সন্তান আগমনের খবর জানিয়েছিলেন দীপিকা। তারপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। অনুরাগী থেকে শুরু করে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি শুভেচ্ছা জানান দীপিকা-রণবীরকে। তাঁদের সন্তান আগমনের মুহূর্ত হয়ে ওঠে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্ত। কেমন সন্তান চান, সেটাও জানিয়েছিলেন রনবীর। বলেছিলেন, তাঁদের সন্তান যেন দীপিকার মতো সুন্দর হয়।
advertisement
রণবীরের কথায়, “আপনাদের বৌদি ছোটবেলায় খুব মিষ্টি ছিল। আমি ওইরকম সন্তান চাই। তাহলেই জীবন সার্থক।’’ দীপিকা–রণবীরের কন্যা সন্তানের নাম এখনও জানা যায়নি। তাঁর কোনও ছবিও প্রকাশ্যে আসেনি এখনও পর্যন্ত। অভিনেতা দম্পতির সন্তানের মুখ দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্ত, অনুরাগী থেকে শুরু করে গোটা বলিউড। Photo: Instagram
advertisement
জ্যোতিষী বেজান দারুওয়ালা বলছেন, এই দিনে জন্মগ্রহণকারীরা বুদ্ধিমান এবং প্রাণোচ্ছল ব্যক্তিত্বের অধিকারী হন। চ্যালেঞ্জ নিতে ভয় পান না। এঁদের আত্মবিশ্বাস সবসময় তুঙ্গে থাকে। উচ্চাকাঙ্খীও হন। নির্দ্বিধায় মনের কথা খুলে বলতে পারেন। তবে খুঁতখুঁতে হন। পারফেকশনের ভূত মাথায় থাকে সর্বদা। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)